জেলা মৎস কর্মকর্তার অভিযানে বানিয়াচং থেকে বিপুল পরিমান পোনা মাছ অবমুক্ত - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 17 June 2020
আজকের সর্বশেষ সবখবর

জেলা মৎস কর্মকর্তার অভিযানে বানিয়াচং থেকে বিপুল পরিমান পোনা মাছ অবমুক্ত

Link Copied!

স্টাফ রিপোর্টার ।। জেলা মৎস কর্মকর্তার সাড়াশী অভিযানে বানিয়াচং উপজেলার ডালিয়া হাওর ও শতক হাওর এলাকা থেকে বিপুল পরিমান দেশীয় মা পোনা মাছ উদ্ধার করে উন্মুক্ত জলাশয়ে অবমুক্ত করা হয়েছে।

১৭ জুন বুধবার বিকেলে জেলা মৎস কর্মকর্তা মোঃ শাহজাদা খসরু ও বানিয়াচং উপজেলা মৎস কর্মকর্তা মোহাম্মদ আলমের নেতৃত্বে এক অভিযানে ওই এলাকার অসাধু জেলেদের কবল থেকে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছের পোনা জব্দ করা হয়। পরে উপজেলার বিভিন্ন হাঠ বাজারে মা মাছ ও পোনা মাছ বিক্রি করা হচ্ছে কি না তা তদাররিও করা হয়। বানিয়াচং মৎস কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, জেলা মৎস কর্মকর্তার নির্দেশনায় দেশীয় মাছ রক্ষার্থে প্রতিদিন অভিযান পরিচালিত করা হচ্ছে। প্রজণণ মৌসুমে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।