স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে মাধবপুর উপজেলার জগদীশপুর ও নোড়াপাড়া বাজারে অভিযান চালিয়ে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
গতকাল বুধবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মেয়াদ উত্তির্ণ ঔষধ বিক্রি করার দ্বায়ে মা’মেডিকেল হলকে ৩ হাজার, নওরোজ মেডিকেল হল’কে ৭ হাজার, ভুইয়া মেডিকেল হল’কে ৭ হাজার, মনির ষ্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযানের সহযোগিতা করেন উপজেলা সেনটারী ইন্সপেক্টর মাধবপুর ও মাধবপুর থানা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা।