জেলা প্রশাসনের ১৪ দিনে অভিযানে ৯৪৬ ব্যক্তিকে ৭ লক্ষাধিক টাকা জরিমানা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 14 July 2021

জেলা প্রশাসনের ১৪ দিনে অভিযানে ৯৪৬ ব্যক্তিকে ৭ লক্ষাধিক টাকা জরিমানা

Link Copied!

খায়রুল ইসলাম  || সারাদেশে ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা, সেই সাথে বাড়ছে মৃত্যুর সংখ্যা, কোন অংশেই কম নয় হবিগঞ্জ জেলা, জনগনের চলাচল স্বাভাবিক করতে সারা দেশে ১ জুলাই থেকে শুরু হয়েছে কটোর লকডাউন, থেমে নেই হবিগঞ্জের জেলা প্রশাসন।

মানুষদেরকে করোন ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা করতে মাঠ পর্যায়ে নিয়মিত কাজ করে যাচ্ছেন জেলা প্রশাসনের সকল কর্মকর্তারা এর মধ্যেই করোনা অক্রান্ত হয়েছেন জেলা প্রশাসক ইশরাত জাহান এবং বানিয়াচং উপজেলার নির্বাহী অফিসার সহ আরো অনেকেই তার পরেও থেমে নেই প্রশাসনের টহল অভিযান।

হবিগঞ্জ জেলা প্রশাসকের উদ্যোগে ১ জুলাই থেকে শুরু করা হয় টহল অভিযান ১৪ দিনে হবিগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় ১৩৪টি মোবাইল কোর্ট  অভিযান পরিচালনা করে জরিমানা করা হয় ৯৪৬ ব্যক্তিকে বর্তমানে অভিযান অব্যাহত আছে বলে জানা যায়, লকডাউনের প্রথম দিন থেকে এ পর্যন্ত  জরিমানা করা হয়েছে ৭ লক্ষ ৬৩ হাজার ৬০০ টাকা।

ছবি : আজমিরীগঞ্জে প্রশাসন ও যৌথ বাহিনীর অভিযানে নেতৃত্ব দিচ্ছেন ইউএনও মতিউর রহমান খান

এরই ধারাবাহিকতায় কোভিড – ১৯ মোকাবেলায় বিধি/ নিষেধ বাস্তবায়নে ১৪ জুলাই জেলায় ৯টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা  করে ৬৪ জন ব্যক্তিকে মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। জানা যায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে এ ধরনের টহল এবং ভ্রাম্যমান মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে। তবে এ ধরনের অভিযানে করোনা ঝুঁকি নিয়ে জেলা প্রশাসনের সাথে সহযোগিতা করছে জেলা পুলিশ, ৫৫ বিজিবি,র্যাব, আনসার এবং সেনাবাহিনীর সদস্যারা।

উল্লেখ্য || হবিগঞ্জ জেলায় এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৩৮৪ এবং তাদের মধ্যে সুস্থ ২১৩৩ ও মৃত্যুবরণ করেছেন আরও ২৫ জন। বিষয়টি নিশ্চিত করেছে ডেপুটি সিভিল সার্জন।

হবিগঞ্জ সদর সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়