জেলা প্রশাসনের অভিযানে চন্দ্রনাথ পুকুর ভরাটের ঘটনায় আটক ২ : মুচলেকা দিয়ে ছাড়িয়ে নিয়ে গেলেন প্যানেল মেয়র গৌতম - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 21 April 2022
আজকের সর্বশেষ সবখবর

জেলা প্রশাসনের অভিযানে চন্দ্রনাথ পুকুর ভরাটের ঘটনায় আটক ২ : মুচলেকা দিয়ে ছাড়িয়ে নিয়ে গেলেন প্যানেল মেয়র গৌতম

Link Copied!

হবিগঞ্জ শহরস্থ শতবর্ষী চন্দ্রনাথ পুকুরে মাটি ফেলে ভরাট কাজ করার সময় হবিগঞ্জ পৌরসভা নিযুক্ত ২ কর্মীকে বুধবার (২০ এপ্রিল) মোবাইল কোর্ট পরিচালনা করে আটক করেন হবিগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন। আটক দুই ব্যক্তি শহরের নিকটবর্তী পইল গ্রামের বাসিন্দা ফজল মিয়া ও জলিল মিয়া।

সকাল ১১ টার দিকে এ দুইজনকে আটক করা হলেও ঘন্টা দুয়েক পর হবিগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র ২ গৌতম কুমার রায়, প্যানেল মেয়র ১ ও পৌরসভার সচিব নেতৃত্বে পৌরসভা প্রতিনিধিরা আর মাটি ভরাট হবে না মর্মে তাদেরকে দিয়ে মুচলেকা প্রদানের মাধ্যমে এ দুইজনকে ছাড়িয়ে নিয়ে যান।

এ ব্যাপারে হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহান দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকাকে বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, তারা আসলে শ্রমিক, এজন্য আর মাটি ভরাট করবে না এ মর্মে মুচলেকা আদায় করে তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে।

এ বিষয়ে জানতে প্যানেল মেয়র গৌতম কুমার রায়ের মোবাইলে একাধিক বার কল দেয়া হলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। প্যানেল মেয়র ১ মোঃ জাহির উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, পুকুর ভরাটের কাজ বন্ধ রাখা হবে মর্মে শর্তসাপেক্ষে শ্রমিকদেরকে ছাড়িয়ে এনেছেন তারা।

তবে মেয়র আতাউর রহমান সেলিম হজ্ব থেকে ফেরার পর জেলা প্রশাসক ও মন্ত্রণালয়ের সাথে আলাপ আলোচনা করে বিষয়টি দেখা হবে বলে যোগ করেন তিনি।

জানা যায়, ২০২১ সালের ফেব্রুয়ারিতে আতাউর রহমান সেলিম পৌর মেয়র নির্বাচিত হওয়ার পর চন্দ্রনাথ পুকুর পাড়ের ১৯ জন দোকান মালিককে নিয়ে বৈঠক করেন। এ সময় তিনি পুকুরটি ভরাট করে বহুতল মার্কেট করার কথা জানান। জলাধার সংরক্ষণ আইন-২০০০ এর বিধান অমান্য করে গত কয়েকদিন ধরে শতবর্ষী চন্দ্রনাথ পুকুর ভরাট করে আসছিল হবিগঞ্জ পৌরসভা।

এ নিয়ে গত ১৪ এপ্রিল দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি নিয়ে হবিগঞ্জ শহরের সাধারন জনগন, পরিবেশবাদী, সুশীল সমাজ সহ বিভিন্ন সংগঠন পুকুর ভরাট বন্ধে সোচ্চার ভুমিকা পালন করেন।

স্থানীয় বাসিন্দাদের অনেকেই জানান, হবিগঞ্জ শহরের বিভিন্ন স্থানের বৃষ্টির পানি নেমে এসে পুকুরটিতে স্থিতি লাভ করে। এতে করে জলাবদ্ধতা সমস্যার সমাধান হয়। এই এলাকায় আগুন লাগলে পুকুরের পানি অগ্নিনির্বাপণ কাজে ব্যবহার করা হয়। পুকুরটি ভরাট হলে বাসাবাড়িতে পানি প্রবেশ করতে পারে।

এদিকে হবিগঞ্জ শহরে ঐতিহ্যবাহি চন্দ্রনাথ পুকুর ভরাট বন্ধ করে পুনরুদ্ধার ও সংরক্ষনের দাবি জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রীর বরাবরে এক চিঠিতে সংগঠনের সভাপতি ও তত্বাবদায়ক সরকারের সাবেক উপদেষ্টা এডভোকেট সুলতানা কামাল ও সম্পাদক শরীফ জামিল এ দাবি জানান।

১৮ এপ্রিল ডাকে প্রেরিত চিঠিতে বলা হয়, গত দুই দশকে হবিগঞ্জের অনেক পুকুর ও প্রাকৃতিক জলাশয় যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে এবং দখলের কারনে ভরাট হয়ে যাওয়ায় বর্তমানে শহরটি জলাবদ্ধতা ও ভূগর্ভস্থ পানি সংকটে চরমভাবে বিপর্যস্থ। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে, বিগত প্রায় ১ সপ্তাহ যাবত বঙ্গবন্ধু পরিবারের স্মৃতি বিজরিত শতবর্ষী চন্দ্রনাথ পুকুরটিকে ভরাট করে মার্কেট নির্মানের উদ্যোগ নিয়েছে হবিগঞ্জ পৌরসভা।

কিছুদিন ধরে পুকুরটিতে মাটি ভরাট কার্যক্রম চলছে, যা খুবই উদ্বেগজনক ও একটি বেআইনি ঘটনা। চিঠিতে বাপা নেতৃবৃন্দ একই সাথে কয়েকটি দাবি তুলে ধরেন। এগুলো হচ্ছে, পুকুরটি খনন করতে হবে। সংশ্লিষ্ট এলাকাবাসী ও সংস্থাসমূহের প্রতিনিধিদের সাথে নিয়ে একটি সুবিবেচিত নকশা প্রণয়নের মাধ্যমে পুকুরটি দৃষ্টিনন্দন করে নাগরিক সুবিধার সাথে সম্পৃক্ত করতে হবে।

চন্দ্রনাথ পুকুর, পানি উন্নয়ন বোর্ড অফিসের সামনের পুকুরসহ অন্যান্য পুকুর ও পুরাতন খোয়াই নদী পুনরুদ্ধারে হবিগঞ্জের ভূগর্ভস্থ পানি সংকট, জলাবদ্ধতা নিরসনসহ পরিবেশ-প্রতিবেশ রক্ষায় অংশগ্রহণমুলক ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

ভবিষ্যতের কথা চিন্তা করে হবিগঞ্জ শহরের যে পুকুর, দখল-ভরাট হয়ে গেছে সেগুলো পুনরুদ্ধার, খনন, সংরক্ষণ এবং কিভাবে পরিশোধন করে ব্যবহার করা যায় সেই চিন্তা করতে হবে। হবিগঞ্জ পৌরসভার জন্য একটি জনসম্পৃক্ত সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়ন করতে হবে।