স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ জেলা প্রশাসনের কর্মকর্তাদের এক দিনের বেতনের টাকা ও হবিগঞ্জের সচেতন নাগরিকবৃন্দের অনুদানে আনুমানিক ২২ লাখ টাকা ব্যয়ে প্রথমবারের মতো হবিগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ করা হচ্ছে। উল্লেখ্য, মহকুমা থেকে হবিগঞ্জ জেলায় উন্নীত হওয়ার পর থেকে কখনো হবিগঞ্জ জেলায় কেন্দ্রীয় শহীদ মিনার ছিল না। সরকারী বৃন্দাবন কলেজের শহীদ মিনারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পুস্পস্তবক অর্পণ করা হতো।
আগামীকাল (রবিবার) ২১ ফেব্রুয়ারীর ১ম প্রহরে মহান ভাষা আন্দোলনের শহীদদের প্রতি সম্মান জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করবেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। ইতোমধ্যে হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণে এর সকল আয়োজন সম্পন্ন করা হয়েছে। জেলা প্রশাসন কার্যালয় সূত্রে জানা যায়, প্রায় ২২ লাখ টাকা ব্যয়ে নির্মিত এ শহীদ মিনারের পুরোটাই অর্থায়ন করেছেন হবিগঞ্জ জেলা প্রশাসন কার্যালয়ের কর্মকর্তাগণ ও সচেতন নাগরিকবৃন্দ। এদিকে, নির্মাণ কাজ সম্পন্ন হবার পর গতকাল শুক্রবার নবনির্মিত শহীদ মিনার পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান ও পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বিপিএম-পিপিএম, স্থানীয় সরকার উপ-পরিচালক তৌহিদ আহমেদ সজল, বানিয়াচং উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী প্রমুখ।
এর আগে শহীদ মিনার নির্মাণ কমিটির আহবায়ক অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারেক মোহাম্মদ জাকারিয়ার কাছে এক দিনের বেতনের চেক হস্তান্তর করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মর্জিনা আক্তার ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিজেন ব্যানার্জী।
জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান দৈনিক আমার হবিগঞ্জকে জানান, জেলা প্রশাসন ও সচেতন নাগরিকদের অর্থায়নে নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে। ২১ ফেব্রুয়ারী ১ম প্রহরে ওই শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হবে।