জেলা প্রশাসক বরাবরে সম্মিলিত নাগরিক আন্দোলনের স্মারকলিপি - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 10 May 2024
আজকের সর্বশেষ সবখবর

জেলা প্রশাসক বরাবরে সম্মিলিত নাগরিক আন্দোলনের স্মারকলিপি

Link Copied!

হবিগঞ্জের বিভিন্ন স্থানে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোতে ত্রাণ ও পুর্নবাসন দানের দাবিতে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দিয়েছে “সম্মিলিত নাগরিক আন্দোলন”। বৃহস্পতিবার(৯ মে) দুপুরে সম্মিলিত নাগরিক আন্দোলন এর প্রতিনিধি দল হবিগঞ্জের জেলা প্রশাসক জিলুফা সুলতানার সঙ্গে দেখা করে এ স্মারকলিপি হস্তান্তর করেন। ওই সময় জেলা প্রশাসক স্মারকলিপির প্রেক্ষিতে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

সম্মিলিত নাগরিক আন্দোলনের সভাপতি পীযুষ চক্রবর্তী ও সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল স্বাক্ষরিত স্মারকলিপিটি প্রদানকালে সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি পীযুষ চক্রবর্তী, যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকী হারুন, রনজন কুমার রায়, আবুল হাসেম, মোঃ আঃ ছাত্তার, মোঃ খলিলুর রহমান। স্মারকলিপিতে নেতৃবৃন্দ নোয়াহাটি-যশেরআব্দা-আনোয়ারপুর-উমেদনগর সহ আশেপাশের অনেক পাড়া মহল্লার বাড়িঘর ক্ষতিগ্রস্থ হয়েছেন বলে জেলা প্রশাসককে জানান।