জেলা প্রশাসক কর্তৃক বানিয়াচঙ্গে বন্যার্তদের মাঝে ত্রাণ, লাইফ জ্যাকেট বিতরণ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 18 July 2020
আজকের সর্বশেষ সবখবর

জেলা প্রশাসক কর্তৃক বানিয়াচঙ্গে বন্যার্তদের মাঝে ত্রাণ, লাইফ জ্যাকেট বিতরণ

Link Copied!

 

শামীম আহমেদ চৌধুরী, বানিয়াচং : বানিয়াচং উপজেলার ৬’নং কাগাপাশা ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ ও হাওরের জেলেদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) সকালে হবিগঞ্জ জেলা প্রশাসক জনাব মোঃ কামরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে নৌকায় সামাজিক দূরত্ব বজায় রেখে’ পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ ও হাওরের জেলেদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ করেন।

 

                   ছবি: নৌকায় সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রাণ বিতরণকালে
                            জেলা প্রশাসক জনাব মোঃ কামরুল ইসলাম

 

এসময় উপস্থিত ছিলেন, বানিয়াচং উপজেলার নির্বাহী অফিসার জনাব মাসুদ রানা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জাহান ঊর্মি, বানিয়াচং উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী কাগাপাশা ইউ/পি চেয়ারম্যান মোঃ এরশাদ আলী’সহ বিভিন্ন ওয়ার্ডের মেম্বার ও স্থানীয় নেতৃবৃন্দ।

এসময় জেলা প্রশাসক জনাব কামরুল ইসলাম বন্যায় ক্ষতিগ্রস্ত পানিবন্দি অসহায় মানুষের বাড়ি বাড়ি ও বিভিন্ন ওয়ার্ডের অভাবী জেলেদের দুঃখ দুর্দশার কথা শুনেন এরং পানিবন্দি মানুষকে খুব সতর্কতার সহিত চলাফেরা করার পরামর্শ দেন।