জেলা প্রশাসকের সাথে স্কাউট ও রোভার স্কাউট নেতাদের মতবিনিময় সভা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 27 October 2021
আজকের সর্বশেষ সবখবর

জেলা প্রশাসকের সাথে স্কাউট ও রোভার স্কাউট নেতাদের মতবিনিময় সভা

Link Copied!

এম.এ.রাজা।। হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান এর সাথে হবিগঞ্জ জেলা স্কাউটস ও রোভার স্কাউটস নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ অক্টোবর) সকাল ১১ টার সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কাউটের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ইশরাত জাহান, অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মোহাম্মদ নাজমুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী, বিজেন ব্যানার্জী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিজেন ব্যানার্জি ও উপজেলা নির্বাহী অফিসারগণ, জেলা শিক্ষা অফিসার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও স্কাউটস/রোভার স্কাউটস এর নেতৃবৃন্দ।

ছবি : জেলা প্রশাসকের সাথে স্কাউট ও রোভার স্কাউট এর নেতাদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

এসময় স্কাউটস নেতৃবৃন্দ হবিগঞ্জ জেলা স্কাউটস এর সমস্যা, সম্ভাবনা ও ভবিষ্যৎ করণীয় সম্মন্ধে মতামত ব্যক্ত করেন। প্রধান অতিথি স্কাউটস নেতৃবৃন্দকে গুরুত্বপূর্ণ মতামত ও দিকনির্দেশনা প্রদান করেন।