আতাউর রহমান ইমরান : গত বৃহস্পতিবার (১৭ডিসেম্বর) সন্ধ্যায় লাখাই উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন ভবন নির্মানের জন্য অধিগ্রহনকৃত জমির ক্ষতিপুরনের প্রায় সাড়ে নয় লক্ষ টাকার চেক দীর্ঘ ৪ বছর পর হবিগঞ্জের জেলা প্রশাসক মোঃকামরুল হাসান এর উদ্যোগে এবং দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার সম্পাদক সুশান্ত দাশগুপ্তের প্রচেষ্টায় হাতে পেয়েছেন জমির মালিক বামৈ পুর্ব গ্রামের বাসিন্দা মৃত রইছ আলীর ছেলে নিরীহ আব্দুল বাছির।

ছবি : জমির মালিকের হাতে চেক হস্তান্তর করছেন মাননীয় জেলা প্রশাসক কামরুল হাসান
জানাযায়, হবিগঞ্জ-লাখাই সড়কের পার্শ্ববর্তী লাখাই থানা সংলগ্ন দরিদ্র আব্দুল বাছিরের বামৈ মোজাস্থিত৭১৩২ নং দাগের ৪১ শতক পরিমানের জমিটি ২০১৭ সালের দিকে লাখাই উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ করার জন্য সরকারের ভূমি অধিগ্রহণ শাখা কর্তৃক অধিগ্রহণ করা হয়। কিন্তু অধিগ্রহণ করার পর সরকারী বিধি মোতাবেক জমির বাজার মূল্য অনুযায়ী জমির মালিক কে ক্ষতিপুরনের মুল্য পরিশোধ করার কথা থাকলেও নানা জটিলতা দেখিয়ে সেটি পরিশোধ করেনি হবিগঞ্জ জেলা ভূমি অধিগ্রহণ শাখা। এরপরঅধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ এর মূল্য পরিশোধ করার পর জমিতে কাজ শুরু করার নিয়ম থাকলেও সম্পূর্ণনিয়মবহির্ভূতভাবে ক্ষতিপূরণের মূল্য পরিশোধ ব্যতিরেকেই অধিগ্রহনের নামে দখল করে সেখানে ফায়ারসার্ভিস স্টেশন ভবন নির্মাণ শুরু করে সরকারের গণপূর্ত বিভাগ।

ছবি : নির্মাণাধীন ফায়ার সার্ভিসের সামনে জমির মালিক আব্দুল বাছির মিয়া
এদিকে জমির মালিক বাছির মিয়া ও তার ভাইয়েরা সরকারের সংশ্লিষ্ট দপ্তর গুলোতে বিভিন্ন সময়ে বছরের পর বছর ধরে ধর্না দিয়ে আসছিলেন জমির ক্ষতিপূরণের মূল্য পাওয়ার জন্য। কিন্তু তাদেরকে নানা জটিলতা দেখিয়ে ৪ বছর ধরে ক্ষতিপূরণের টাকা দিচ্ছিল না সংশ্লিষ্ট বিভাগ।
কোনভাবেই দরিদ্র বাছির মিয়া ও তাঁর পরিবারবর্গ জমিটির ক্ষতিপূরণের মূল্যনা পেয়ে যোগাযোগ করেন দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার প্রকাশক ও সম্পাদক প্রকৌশলী সুশান্ত দাসগুপ্তের সাথে। দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার টিম নিয়ে সম্পাদক সুশান্ত দাস গুপ্ত এ সংক্রান্ত যাবতীয় কাগজপত্র পর্যালোচনা করে বাছির মিয়া ও তাঁর পরিবারবর্গকে যাবতীয় সহায়তা প্রদান করার সিদ্ধান্তগ্রহণ করেন।
১২ ডিসেম্বর শনিবার সকালে বাছির মিয়া ও তার ভাইগন সহ পরিবারের লোকজন দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার টিমের সহযোগিতায় ওই জমিতে নির্মিত ফায়ার সার্ভিস স্টেশন ভবন পুনর্দখল করেন। এক পর্যায়ে সেখানে সহকারী কমিশনার (ভূমি) ইয়াছিন আরাফাত রানা এসে তাদেরকে ক্ষতিপূরণের টাকা শীঘ্রই দেয়ার আশ্বাস প্রদান করেন। ওইদিন সংশ্লিষ্ট বিষয়ে জানতে দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার পক্ষ থেকে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের উপসহকারী পরিচালক (হবিগঞ্জ) শিমুল মোঃ রফির সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন বিষয়টি তার জানা নেই, যেহেতু গণপূর্ত বিভাগ ভবনটি নির্মাণ করছেন সেহেতু ভবনটি নির্মাণ সম্পন্ন করে আনুষ্ঠানিকভাবে তাদের নিকট হস্তান্তর করা হলে এব্যাপারে তাদের দায় দায়িত্ব বর্তায়।
চার বছর ধরে জমির মালিক কে ক্ষতিপূরণের টাকা কেন দেওয়া হয়নিএ প্রশ্ন করলে তিনি উত্তরে বলেন অধিগ্রহণ সম্পন্ন করার পরেই নিয়ম অনুযায়ী ইতিমধ্যেইক্ষতিপূরণের টাকা তাদের অধিদপ্তর থেকে ভূমি অধিগ্রহণ শাখায় জমা দেয়া হয়েছে। পরবর্তীতে হবিগঞ্জের সুদক্ষ ও নিষ্ঠাবান জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান জমির ক্ষতিপূরণের মূল্য দ্রুততম সময়ে প্রদান করার বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদেরকে সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন। জেলা প্রশাসকেরনির্দেশনায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারেক মোহাম্মদ জাকারিয়া এবং ভূমি অধিগ্রহণ শাখার সহকারি কমিশনার শামসুদ্দিন মোঃ রেজা ও সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিক প্রচেষ্টায় মাত্র ৪ কর্মদিবসে যাবতীয় জটিলতা নিরসন হয়।
গত ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার জেলাপ্রশাসক মোঃ কামরুল হাসান ৪১ শতকের মধ্যে ১৯ শতক জমির ক্ষতিপুরনের মুল্য বাবদ ৯ লক্ষ ২১ হাজার ৫শত ৯৯ টাকা ৯৯ পয়সার ব্যাংক চেক প্রদান করেন জমির মালিক আব্দুল বাছিরকে। বাকি ২২ শতক জমির টাকাও দ্রুততম সময়ের মধ্যে পাওয়া যাবে বলে তাকে আশ্বস্ত করেন জেলা প্রশাসক।
এ ব্যাপারে জানতেদৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) তারেক মোঃ জাকারিয়ারসাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন জমিটির মালিক আব্দুল বাছির তার ন্যায্য দাবির টাকাপেয়েছেন। বাকি জমির টাকাও দ্রুততম সময়ে প্রদান করার জন্য ব্যবস্থা নেয়া হচ্ছে।
জমির মালিক আব্দুল বাছির বলেন,টাকা পেয়ে আমার আনন্দ ভাষায় প্রকাশ করতে পারছি না। আমার অন্তরের অন্তস্থল থেকে হবিগঞ্জের জেলা প্রশাসক কামরুল হাসান এবং আমার ভাতিজা দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার সম্পাদক সুশান্ত দাস গুপ্ত ও তার পত্রিকার টিমকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।