হবিগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ লাইন্স ড্রিল শেডে হবিগঞ্জ জেলার বিভিন্ন ইউনিট ইনচার্জ, অফিসার ও ফোর্সদের অংশ গ্রহণে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার আক্তার হোসেন এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানটি, সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) ও মোঃ শামসুল হক।
কল্যাণ সভার শুরুতে বানিয়াচং থানায় কর্মরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী এসআই (নিরস্ত্র)/মোঃ হারুন চৌধুরীর বিদেহী আত্মার শান্তি কামনায় এক মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়। পরে পুলিশ সুপার জেলায় কর্মরত সকল অফিসার ও ফোর্সের সার্বিক কল্যাণ নিশ্চিতকরণ ও তাদের বিভিন্ন সুবিধা, অসুবিধার কথা শুনেন।
সভা শেষে জেলার অফিসার ও ফোর্সদের বিভিন্ন কৃতিত্বপূর্ণ কাজের জন্য পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার হিসেবে পুলিশ সুপার অফিসার ও ফোর্সের হাতে নগদ অর্থ, শুভেচ্ছা উপহার, ক্রেস্ট ও ধন্যবাদপত্র তুলে দেন। এছাড়াও তিনি পুরস্কারের অভিন্ন মানদন্ড অনুযায়ী জেলার শ্রেষ্ঠ অফিসারদের পুরস্কৃত ও ক্রেস্ট প্রদান করেন।
এছাড়াও সম্মানিত পুলিশ সুপার হবিগঞ্জ জেলা পুলিশে আউটসোর্সিং হিসেবে কর্মরত কর্মচারীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন। এরপর বিকাল ২টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলণ কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় অংশ গ্রহণ করেন।
কল্যাণ সভার শুরুতে পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), হবিগঞ্জ এর তদারকিতে হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার সাইবার ক্রাইম মনিটরিং সেল কর্তৃক বিভিন্ন ভাবে প্রতারিত করে নিয়ে যাওয়া ৬,৭৩,০০০/- টাকা ও ০১টি মোবাইল সেট উদ্ধারপূর্বক প্রকৃত মালিককে বুঝিয়ে দেন।
উক্ত মাসিক কল্যাণ ও অপরাধ সভায় আরো উপস্থিত ছিলেন ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), হবিগঞ্জ হাসিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ শামসুল হক,
অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) পলাশ রঞ্জন দে,, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ খলিলুর রহমান।