জেলা পরিষদের উপ-নির্বাচন প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 24 February 2024
আজকের সর্বশেষ সবখবর

জেলা পরিষদের উপ-নির্বাচন প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

Link Copied!

হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে প্রার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। শুক্রবার (২৩ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে জেলা নির্বাচন অফিস কার্যালয়ে প্রার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে প্রতীক তুলে দেয়া হয়।

প্রতীক বরাদ্দ পাওয়া প্রার্থীরা হলেন, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী (ঘোড়া), হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির পত্নী জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলেয়া আক্তার (আনারস), মোঃ ফরিদ উদ্দিন তালুকদার (মোটর সাইলে) এবং এডভোকেট মোঃ নুরুল হক (চশমা)।
এর আগে গত ২২ ফেব্রুয়ারী মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে ৪ প্রার্থীর কোন প্রার্থীই তাদের প্রার্থীতা প্রত্যাহার করেননি।

জেলা পরিষদের উপ- নির্বাচনের বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমান জানান, প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। আগামী ৯ মার্চ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে নির্বাচনে ভোটগ্রহণ হবে। হবিগঞ্জের নয়টি উপজেলা, পাঁচ পৌরসভা ও ৭৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিরা ভোট দেবেন। এ জেলায় ভোটার সংখ্যা ১ হাজার ১০৪। ভোট হবে ইভিএমে।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহনের লক্ষ্যে হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন ডাঃ মুশফিক হোসেন চৌধুরী। পরে আসন সমঝোতায় ওই আসনটি হারাতে হয় আওয়ামী লীগকে।