হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে জেলার মেধাবী শিক্ষার্থীদের মাঝে এককালীন বৃত্তি প্রদান এবং রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার চেক ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইশরাত জাহান। বুধবার (২১ডিসেম্বর) জেলা পরিষদ হলরুমে এই বৃত্তি প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সম্মানিত প্রধান নির্বাহী কর্মকর্তা নূরুল ইসলাম, সম্মানিত সদস্যবৃন্দ, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিমসহ জেলা পরিষদের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ।