হবিগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত শাখায় কর্মরত উচ্চমান সহকারী ( জেলা নাজির) আলহাজ্ব আব্দুল কুদ্দুছ মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ভারতের চেন্নাই এ চিকিৎসকের নিকট থেকে প্রয়োজনীয় চিকিৎসা নিয়ে বিমানযোগে দেশে ফেরার পথে শারীরিক অবস্থার অবনতি হলে শ্রীলঙ্কার কলম্বো বিমানবন্দর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (৯জানুয়ারি) ভোরে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
তার এই মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জেলা প্রশাসক ইশরাত জাহান। পত্রিকায় প্রেরিত এক শোক বার্তায় তিনি বলেন উচ্চমান সহকারী ( জেলা নাজির) এর মৃত্যুতে অত্র জেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীগণ গভীরভাবে শোকাহত। পাশাপাশি আমরা তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা-সহমর্মিতা এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করছি।