প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র (পিটিআই) এ জেলা তথ্য অফিস হবিগঞ্জের আয়োজনে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর আওতায় সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । সোমবার (৬মে) পিটিআই প্রাঙ্গণে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোছাঃ জিলুফা সুলতানা । তিনি বর্তমান সরকারের গৃহীত সর্বজনীন পেনশন স্কিম সম্পর্কে বক্তব্য রাখেন এবং সমাবেশে উপস্থিত সকলকে এ বিষয়ে প্রচার প্রচারণাসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে অনুরোধ করেন। এক্ষেত্রে মাঠ পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষকগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন বলে তিনি উল্লেখ করেন।
আগামীর পরিকল্পনায় অঞ্চলভিত্তিক আন্তর্ব্যক্তিক যোগাযোগ কার্যক্রম, সোস্যাল মিডিয়া ইত্যাদির উপর গুরুত্বারোপ করেন তিনি। জেলা তথ্য অফিসের উপপরিচালক মো: আসাদুজ্জামান কাউছারের সভাপতিত্বে উক্ত সমাবেশে ১৮০ জন শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন । সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম মাওলা ও পিটিআই সুপার আইরিন পারভীন।