জেলা তথ্য অফিসের উদ্যোগে "এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি" অনুষ্ঠিত - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 27 December 2022
আজকের সর্বশেষ সবখবর

জেলা তথ্য অফিসের উদ্যোগে “এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি” অনুষ্ঠিত

Link Copied!

হবিগঞ্জ জেলা তথ্য অফিসের উদ্যোগে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় “এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ডিসেম্বর) হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার কাজিরগাঁও খোর্শেদনগর হাই স্কুলে অনুষ্ঠিত হয় এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহম্মাদ খলিলুর রহমান,বিটিভি’র জেলা প্রতিনিধি মোঃ আলমগীর খান।

মুক্তিযুদ্ধের গল্প শুনিয়েছেন বীর মুক্তিযোদ্ধা জনাব মুহম্মদ আব্দুজ জাহের, উপাধ্যক্ষ(অবঃ), হবিগঞ্জ সরকারি মহিলা কলেজ৷ অনুষ্ঠানের শুরুতে প্রথমে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধভিত্তিক প্রশ্নসম্বলিত লিখিত কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়৷ পরে আলোচনা শেষে বিজয়ী প্রতিযোগীদের পুরষ্কৃত করা হয়।

অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান জনাব কাজী মনজু মিয়া এর সভাপতিত্বে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন৷ এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার পবন চৌধুরী।