জেলা তথ্য অফিসের উদ্যোগে গুজব প্রতিরোধের লক্ষে সভা অনুষ্ঠিত - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 2 June 2022
আজকের সর্বশেষ সবখবর

জেলা তথ্য অফিসের উদ্যোগে গুজব প্রতিরোধের লক্ষে সভা অনুষ্ঠিত

Link Copied!

হবিগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও গুজব প্রতিরোধের লক্ষে অলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২জুন) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি হল রুমে জেলা তথ্য অফিস আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ইশরাত জাহান।

প্রধান অতিথি ছিলেন  সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম, বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ ইলিয়াছ বখত চৌধুরী জালাল, পৌর মেয়র আতাউর রহমান সেলিম, সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে। সভায় বিভিন্ন শ্রেণিপেশার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে জেলা প্রশাসক ইশরাত জাহান বিভাগীয় শুদ্ধাচার পুরস্কার পাওয়ায় জেলা তথ্য অফিসের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।