জেলা জুড়ে প্রশাসনের অভিযান : ৩৩টি মামলায় জরিমানা আদায় - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 4 August 2021

জেলা জুড়ে প্রশাসনের অভিযান : ৩৩টি মামলায় জরিমানা আদায়

Link Copied!

খায়রুল ইসলাম সাব্বির ||  দেশে প্রতিদিন ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা, বাড়ছে মৃত্যুর হার, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহানের নির্দেশে জেলার বিভিন্ন স্থানে  স্বাস্থ্যবিধির উপরে নিয়মিত  অভিযান পরিচালনা করা হচ্ছে । সরকার কর্তৃক ঘোষিত কঠোর লকডাউন ও সরকারি বিধিনিষেধ প্রতিপালন করতে হবিগঞ্জ সদর উপজেলা সহ জেলার ৯টি উপজেলায় কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন।

ছবি : প্রশাসনের উদ্যোগে অভিযান পরিচালনা করা হচ্ছে

মঙ্গলবার  ( ৩ আগস্ট )  সকাল থেকে বিকেল ৪ টা পর্যন্ত জেলা সদর ও প্রত্যেকটি উপজেলায় জেলা প্রশাসন কর্তৃক নির্ধারিত আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার ও মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। কঠোর লকডাউন কার্যকর করতে জেলা সদর উপজেলা সহ জেলার নবীগঞ্জ, বাহুবল, শায়েস্তাগঞ্জ, লাখাই, চুনারুঘাট, মাধবপুর, আজমিরীগঞ্জ ও বানিয়াচং উপজেলায় পুলিশ, আনসার, র‌্যাব, বিজিবির পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন রয়েছে।

বিভিন্নস্থানে দোকানপাট খোলা রাখায় ও স্বাস্থ্যবিধি না মেনে সরকারি বিধিনিষেধ অমান্যসহ বিভিন্ন কারণে ৭টি মোবাইল কোর্টের মাধ্যমে ৩৩টি মামলায় ৩৩ জন ব্যাক্তিকে মোট ১৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এরই সাথে  জেলা প্রশাসন থেকে জানানো হয়, আইনশৃঙ্খলা বাহিনীর টহল ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।

হবিগঞ্জ সদর সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়