বছরের প্রথম দিনেই সারাদেশের মতো হবিগঞ্জ জেলা জুড়ে সরকারি পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার (১ জানুয়ারি) সকালে শহরের স্টাফ কোয়ার্টারস্থ সরকারি আবাসিক এলাকা প্রাথমিক বিদ্যালয়ে নতুন বই উৎসব কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোছা. জিলুফা সুলতানা। বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে খুশী শিক্ষার্থী ও অভিভাবকরা।
পরে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিক ভাবে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করেন। এ সময় জেলা প্রশাসক শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বিভিন্ন শিক্ষণীয় বক্তব্য প্রদান করেন।
বই উৎসবে উপস্থিত ছিলেন- হবিগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ সাদিকুর রহমান, হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রঞ্জন চন্দ দে ও হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাসেল চৌধুরী প্রমূখ।
পরে জেলা প্রশাসক বিকেজিসি বালিকা উচ্চ বিদ্যালয়, হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, বিয়াম ল্যাবরেটরী স্কুলসহ বেশ কয়েকটি বিদ্যালয়ে বই বিতরণ কার্যক্রমে অংশ নেন।
এ বছর জেলার মোট ২ লাখ ৩৫ হাজার শিক্ষার্থীকে সরকারের বিনামুল্যের বই দেওয়া হবে। ২০৫০টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ৫০ লাখ বই বিতরণ করা হবে। এছাড়াও জেলার ৯ উপজেলার প্রতিটি বিদ্যালয়ে শুরু হয়েছে বই বিতরণ উৎসব।