হবিগঞ্জ জেলা জাতীয় মহিলা পার্টির কর্মী সম্মেলন শনিবার (১১জুন) দুপুরে বারলাইব্রেরী হলরুমে অনুষ্ঠিত হয়েছে । জাতীয় মহিলা পার্টির নেত্রী মাহমুদা আক্তার খান এর সভাপতিত্বে ও হাসিনা আক্তার শিফা’র পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে শুরুতেই পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন নবীগঞ্জ উপজেলা জাতীয় যুবসংহতির সাধারণ সম্পাদক হাফেজ শেখ মিনহাজ উদ্দিন।
প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির চেয়ারম্যান এর উপদেষ্টা ও জাতীয় মহিলা পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক হেনা খান পন্নী ।প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান ও হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সাবেক এমপি এম এ মুনিম চৌধুরী বাবু।
বিশেষ বক্তা হিসাবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জাতীয় মহিলা পার্টির কেন্দ্রীয় সদস্য শারমিন পারভীন লিজা, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় সহ-সভাপতি জালাল উদ্দীন খান, যুগ্ন আহ্বায়ক ও হবিগঞ্জ-৩ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী লায়ন প্রকৌশলী এম এ মুমিন চৌধুরী বুলবুল ।
উপস্থিত ছিলেন-যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম চৌধুরী, জাতীয় মহিলা পার্টির কেন্দ্রীয় সদস্য রোকেয়া সুলতানা, হবিগঞ্জ সদর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক কাজল আহমেদ, জেলা যুবসংহতির আহ্বায়ক এডভোকেট শিবলী খায়ের, জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক তাজ উদ্দিন বাবুল, জাতীয় কৃষক পার্টির সভাপতি গাজী মিছবাহ উদ্দিন, শায়েস্তাগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আব্দুস সালাম মেম্বার, লাখাই উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক নোমান মোল্লা, নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব এমরান মিয়া, মৌলভীবাজার পৌর জাতীয় পার্টির আহ্বায়ক বেগম শাহজাদী,হবিগঞ্জ জেলা জাতীয় সৈনিক পার্টির সভাপতি ওয়ারেন্ট অফিসার (আব) তালেব আলী যুব নেতা সোহেল আহমেদ রানা, মিলাদ হোসেন প্রমুখ।
কর্মী সম্মেলনে সর্বসম্মতিক্রমে মাহমুদা আক্তার খান কে সভাপতি,তানিয়া আক্তার, নুরজাহান বেগম চম্পা, সালমা আক্তার কে সহ-সভাপতি, হাসিনা আক্তার শিফা কে সাধারণ সম্পাদক ও এ্যানি আক্তার কে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট হবিগঞ্জ জেলা জাতীয় মহিলা পার্টির পুর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।