জেলা কৃষকলীগ সভাপতি হুমায়ুন কবীর রেজার দৌড়ঝাঁপ শুরু : শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 3 October 2020

জেলা কৃষকলীগ সভাপতি হুমায়ুন কবীর রেজার দৌড়ঝাঁপ শুরু : শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা

Link Copied!

স্টাফ রিপোর্টার :   জেলা কৃষকলীগ সভাপতি ও বানিয়াচং উপজেলার ১১নং মক্রমপুর ইউনিয় পরিষদের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবীর রেজার দখলে “এখনো সরকারের খাস ১৪ একর জায়গা”এই শিরোনামে দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকায় সংবাদ প্রকাশের পর বিভিন্ন জায়গায় দৌড়ঝাঁপ শুরু করেছেন তিনি। মাছ দিয়ে শাক ঢাকার চেষ্টা করে যাচ্ছেন হুমায়ুন কবীর রেজা। সংবাদটি প্রকাশ হলে পুরো জেলা জুড়ে বিশেষ করে সরকারি দলের নেতাদের মধ্যে নানা প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

 

নাম প্রকাশ না করার শর্তে অনেক নেতাকর্মী এই প্রতিবেদককে মোবাইল ফোনের মাধ্যমে ধন্যবাদ জ্ঞাপনসহ তার বিরুদ্ধে আরো দুর্নীতির নানা তথ্য-উপাত্ত তুলে ধরেছেন। সুত্র জানায়,জেলা কৃষকলীগ সভাপতি হুমায়ুন কবীর রেজা রাজনীতিতে আসার আগে খুব অভাব অনটনের মধ্য দিয়ে জীবন নির্বাহ করতেন। ছিলনা কোনো দৃশ্যমান আয়ের উৎস। হঠাৎ করেই আঙ্গুল ফুলে কলাগাছ বনে গেছেন এই কৃষকলীগ নেতা। রাজনীতিতে আসার পরপরই আলাদিনের চেরাগ হাতে পেয়ে কামিয়ে নিয়েছেন কারিকারি টাকা। তার ৩টি ড্রেজার মেশিন রয়েছে। চলাফেরা করেন ২১ লাখা টাকার পাজেরো গাড়িতে।

 

ছবি : জেলা কৃষকলীগের সভাপতি হুমায়ুন কবীর রেজার ফাইল ছবি

 

জেলা শহরের প্রবেশদ্বার খ্যাত উমেদনগরে আলিশান বাড়িসহ শহরের ইনাতাবাদ,গরুরবাজারে বেশ কয়েকটি বাড়ি রয়েছে বলে দৈনিক আমার হবিগঞ্জ এর অনুসন্ধানে বেড়িয়ে এসেছে এমন তথ্য। তার আগে তিনি উমেদনগরে ভাড়া বাড়িতে থাকনেত। অন্যদিকে সরকারি খাস জমিতে অবৈধভাবে এতিমখানা ও মাদ্রাসা নির্মাণ করে দেশ-বিদেশের অনেকের কাছ থেকে এনেছেন লাখ লাখ টাকা। এই মাদ্রাসা ও এতিমখানার পিছনে সামান্য কিছু টাকা খরচ করে বাকি টাকা নিজেই পকেটস্থ করেছেন। একজন হত্যার মামলার আসামি হওয়ার পরে হুমায়ুন কবীর রেজা কি করে সরকার কর্তৃক বন্দুকসহ লাইসেন্স পেল সেটা নিয়ে এলাকায় নানা আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। এই বন্দুকের ভয়ে অনেক নিরীহ লোকজন মুখ ফুটে কিছু বলার সাহস পায়না ।

 

চেয়ারম্যান থাকাকালীন সময়ে বেশ কয়েকবার বিভিন্ন দুর্নীতির কারণে ইউনিয়ন পরিষদ তাকে অনাস্থা জ্ঞাপন করে। পরের বার যখন নির্বাচন করেন তখন তিনি মাত্র ৮৯৩ ভোট পান। জামানত বাজেয়াপ্তও হয় তার। জানা যায়, গতকাল শনিবার জেলা কৃষকলীগের বর্ধিত সভা ডেকে জায়গা দখলের বিষযটি কমিটির সবাইকে অবগত করেন এবং তার পক্ষে অবস্থান নেয়ার জন্য অনেক নেতাকর্মীদের চাপ সৃষ্টি করেন। তার ব্যক্তিগত হলেও তিনি জেলা কৃষকলীগের কমিটির সভা ডেকে নেতাকর্মীদের অবগত করেছেন।

 

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও পত্রিকার বিরুদ্ধে বিষেধাগার করেন। আরেকটি সুত্র নিশ্চিত করেছে যে,হুমায়ুন কবীর রেজার দখলকৃত জমিটি বর্তমানে বাংলাদেশ সরকারের পক্ষে জেলা প্রশাসক এর নামে রেকর্ড হয়েছে। যার দাগ নং-৯১,জেল এল নং-২০৫,মৌজা-সুলতানপুর,খতিয়ান-১, ৯১ দাগে ১৩ একর, আর ৯০ দাগে ৪ একর মোট ১৭একর জমি। এসব নিয়ে জেলা কৃষকলীগের সভাপতি হুমায়ুন কবীর রেজার কাছে জানতে চাইলে তার ব্যবহৃত মোবাইলটি বন্ধ পাওয়া যায়। ফলে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

 

জেলা কৃষকলীগ সভাপতি হুমায়ুন কবীর রেজার সরকারি ভূমি দখল ও এহেন দুর্নীতির সম্পর্কে কেন্দ্রীয় কৃষকলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি’র কাছে জানতে চাওয়া হলে তিনি জানান,তার বিষয়ে আমি অবগত না। বিষয়টি জেনে আপনাকে পরে জানাব।

 

কথা হয় কেন্দ্রীয় কৃষকলীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র চন্দ’র সাথে। তিনি দৈনিক আমার হবিগঞ্জকে জানান,বিষয়টা আমি জানি। আমরা অবজারভেশনে রাখছি। দখলকৃত জায়গা যদি সে না ছাড়ে তার পরে না হয় অন্য কথা। আর হবিগঞ্জের রাজনীতি নিয়ে গ্রুপিংটা আমি ভালো করে জানিতো তাই এটা নিয়ে বেশি একটি মাথা ঘামাই না।

 

বর্তমান এমপি’র সাথে আমাদের জেলা কৃষকলীগের সভাপতির দুরত্ব আছে। আমি হবিগঞ্জের টোটাল বিষয়টা জানি। তারপরও জেলা কৃষকলীগ সভাপতি হুমায়ুন কবীর রেজা যদি দোষী সাব্যস্ত হয় তাহলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। কোনো ভূমি দস্যুকে দলে রাখা হবেনা।

বানিয়াচং সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়