জি কে ইউসুফ।। বৃহস্পতিবার ( ৩১ ডিসেম্বর ২০২০ইং) হবিগঞ্জ জেলা কারাগারে বিনোদনের জন্য কারাবন্দিদের নববর্ষ-২০২১ এর উপহার হিসেবে একটি হারমোনিয়াম দিয়েছেন হবিগঞ্জ প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।
মুজিব শতবর্ষ উপলক্ষে আয়োজিত বঙ্গবন্ধুর জীবনাদর্শ নিয়ে বন্দিদের সাথে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে বন্দিদের আবদারের প্রেক্ষিতে এ উপহারের জন্য ১৫০০০/-(পনের হাজার টাকা) এর চেক হস্তান্তরের ঘোষণা দেন। ঘোষণা শোনার সাথে সাথে বন্দিরা পরম আনন্দের সাথে করতালি দিয়ে প্রধান অতিথির প্রতি কৃতজ্ঞতা ও সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি বঙ্গবন্ধুর জীবনাদর্শ নিয়ে অসাধারণ বক্তব্য প্রদান করেন।

ছবি : জেলা প্রশাসককে ফুল দিয়ে বরণ করা হচ্ছে
তিনি বলেন, “বঙ্গবন্ধু একজন আপাদমস্তক অসাম্প্রদায়িক মহামানব ছিলেন। তিনি স্বপ্ন দেখেছেন সকল ধর্মের মানুষ নিয়ে গঠিত একটি স্বাধীন ভূখন্ড। ছাত্রজীবন থেকে শুরু করে আজীবন তিনি অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করে গেছেন। তিনি দীর্ঘ সময় জেল কেটেছিলেন। কিন্তু আপনাদের মতো ঝগড়া-বিবাদ, অন্যায় করে নয়, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে। তিনি প্রতিবাদী একজন মানুষ ছিলেন। কারাগারে বন্দিদেরকে শৃঙ্খলা শিক্ষা দিয়েছেন। তিনি মানুষকে ইজ্জত-সম্মান দিতে জানতেন।তিনি কারাগারের ছোট কর্মচারীদেরকেও মিয়া সাহেব, জমাদার সাহেব, সুবেদার সাহেব সম্বোধন করে ডাকতেন। তাঁর চরিত্রে গুণের কোনো শেষ ছিলো না।

ছবি : বন্দিদের জন্য অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে আসা বন্দিদের একাংশ
আপনারা সবাই বঙ্গবন্ধুর জীবনাদর্শ থেকে শিক্ষা নিবেন। জেল থেকে বের হয়ে দেশের উন্নয়নে কাজ করবেন। কারো খালি জমিজমা থাকলে চাষাবাদ করবেন, বৃক্ষরোপণ করবেন, অন্যায়ের সাথে কোনো আপোষ করবেন না।” প্রধান অতিথির পরে বঙ্গবন্ধুর জীবনাদর্শ নিয়ে আলোচনা করেন জেল সুপার জনাব মোঃ জাকের হোসেন। নববর্ষষের উপহারের জন্য তিনি বন্দিদের পক্ষ থেকে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আলোচনা সভার শেষে সামাজিক দূরত্ব বজায় রেখে বন্দিদের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে গান করেন কারাগারের প্রধান কারারক্ষি সত্যেন্দ্র ব্যানার্জি ও বিভিন্ন বন্দিগণ। আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদরের উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ শাখাওয়াত হোসেন রুবেল, জেলার জনাব মোঃ জয়নাল আবেদীন ভূঞা, সহকারী সার্জন জনাব আ.ন.ম. রকিবুল কাওছার, ডেপুটি জেলার জনাব মনজুরুল ইসলাম এবং সর্বপ্রধান কারারক্ষি জনাব রহিস মিয়া। অনুষ্ঠান শেষে কারাকর্তৃপক্ষ হবিগঞ্জ জেলা কারাগারের পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুলের তোড়া দিয়ে নববর্ষ-২০২১ এর অগ্রীম শুভেচ্ছা প্রদান করেন।