জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন নিয়ে হবিগঞ্জে গুঞ্জন; পাল্টা কমিটিও ‘প্রস্তুত’? - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 5 July 2020
আজকের সর্বশেষ সবখবর

জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন নিয়ে হবিগঞ্জে গুঞ্জন; পাল্টা কমিটিও ‘প্রস্তুত’?

Link Copied!

বিশেষ প্রতিনিধি : জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা নিয়ে হবিগঞ্জ জুড়ে সর্বত্র কানাঘুষা শুরু হয়েছে বলে জানা গেছে। কমিটি-পাল্টা কমিটির জমা দেওয়ার বিষয়ে কথাবার্তা আওয়ামী পরিবারের সকলের মুখে মুখে। এ ব্যাপারে নানামুখী আলোচনা চলছে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের মধ্যে। জানা যায় ১১ ডিসেম্বর ২০১৯ তারিখ জেলা আওয়ামী লীগের সম্মেলনে এডভোকেট আবু জাহিরকে সভাপতি ও আলমগীর চৌধুরীকে সাধারণ সম্পাদক ঘোষণার পর থেকেই হবিগঞ্জ আওয়ামী লীগের মধ্যে নীরব চাপা ক্ষোভের শুরু হয়েছিলো।

হবিগঞ্জ জেলার মানুষ ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সাথে তাকিয়ে ছিলো গত ১১ ডিসেম্বরের হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি- বার্ষিক সম্মেলনের দিকে। শহরজুড়ে জল্পনা-কল্পনা ছিলো কারা হচ্ছেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের কান্ডারী। নিকট অতীতে আর কখনোই হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের কমিটি গঠন নিয়ে এত জল্পনা-কল্পনা, ঘটনা এবং রটনা হয়নি। নেতাকর্মীগনসহ জেলার সাধারণ মানুষের চাওয়া এবং আশা-আকাঙ্খা ছিল নেতৃত্তের পালাবদল এবং পরিবর্তন। সমস্ত ধরনের তথ্য, উপাত্ত, ঘটনা এবং রটনা বিচার বিশ্লেষণ করে সেই ইঙ্গিতই যেন সবাই পাচ্ছিল। কিন্তু সকল জল্পনা-কল্পনার অবসান হয়ে সম্মেলনস্থলে শুনশান নিরবতা চলে আসে যখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসাবে ঘোষণা দেন দুটি নাম। তিনি সদ্য সাবেক সভাপতি এবং হবিগঞ্জ ৩ আসনের এমপি এডভোকেট মোঃ আবু জাহিরকেই পুনরায় সভাপতি এবং সদ্য সাবেক কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট আলমগীর চৌধুরীকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা দেন।

এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয় সর্বত্র। চলছিলো ছাইচাপা আগুনের মত চাপা ক্ষোভ। এরপর শুরু হয় পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রক্রিয়া। দীর্ঘ কয়েক মাস সময় নিয়ে ইতিমধ্যেই সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এম.পি এবং সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরীর নেতৃত্বে সেই পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রস্তুত করে কেন্দ্রীয় আওয়ামী লীগ বরাবর জমা দেয়া হয়েছে বলে বিশেষ সূত্রে জানা গিয়েছে। কিন্তু সেই কমিটিতে নাম আসেনি আবু জাহির এম.পির বলয়ের বাইরের লোক বলে পরিচিত সম্মেলনে বিভিন্ন পদে প্রতিদ্ব›িদ্বতাকারী বেশ কয়েকজন আলোচিত ত্যাগী নেতার। বিশেষ সুত্রের খবর, এডভোকেট ফজলে আলী, আবুল হাশেম মোল্লা মাসুম, সংরক্ষিত মহিলা আসনের সাবেক এম.পি আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া, অনুপ দেব মনা, মাহবুব আলম মালু, সৈয়দ কামরুল ইসলাম, আবুল কাশেম চৌধুরী এবং সুশান্ত দাস গুপ্ত সহ অন্যদেরকে পূর্ণাঙ্গ কমিটি থেকে বাদ দিয়েছেন এম.পি আবু জাহির ও আলমগীর চৌধুরী।

এ অবস্থায় ওই বিশেষ সুত্রের দেয়া তথ্য হতে দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকা নিশ্চিত হয়েছে যে এডভোকেট ফজলে আলী/মাসুম মোল্লাহকে সিনিয়র সহ-সভাপতি এবং সৈয়দ কামরুল/মোতাচ্ছিরুল ইসলামকে প্রথম যুগ্ম-সাধারণ সম্পাদক করে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের একটি পাল্টা প্রস্তুত করা হয়েছে। এই কমিটিটি পূর্ণাঙ্গ কমিটি রুপে কেন্দ্রীয় আওয়ামী লীগের নিকট জমা দেয়ার পরিকল্পনা রয়েছে বলেও সুত্রের তথ্য হতে জানা যায়।

এ ব্যাপারে জানতে দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকা থেকে যোগাযোগ করা হয় জেলা ও কেন্দ্রীয় আওয়ামী লীগের বেশ কয়েকজন দায়িত্বশীল নেতার সঙ্গে। এদের মধ্যে এডভোকেট ফজলে আলী বলেন জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি দিয়েছে কিনা এ ব্যাপারে আমার জানা নেই। সম্মেলন হয়েছে আমি প্রার্থী ছিলাম কেন্দ্রীয় আওয়ামী লীগের ওবায়দুল কাদের কমিটি ঘোষণা দিয়েছেন। সেক্রেটারি এবং প্রেসিডেন্ট ২টি পদে ঘোষণা দিয়ে গিয়েছে বাকিগুলি সমঝোতার ভিত্তিতে পূর্ণাঙ্গ কমিটি হবে। জাহির মিয়া এবং আলমগীর অন্যদেরকে কাকে কোন পদে রেখেছে..আমাকে কি সদস্য রেখেছে কি না নাকি বাদ দিয়েছে এটাও আমি জানি না।

মোতাচ্ছিরুল ইসলাম জানান আমি করোনা মোকাবিলার জন্য নানা কার্যক্রম নিয়ে ব্যস্ত আছি। এই মুহূর্তে এসব বিষয় নিয়ে মন্তব্য করতে পারছি না। জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী এ ব্যাপারে বলেন তাদের নেতৃত্বে পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রস্তুতি চলছে। কোন পাল্টা কমিটি গঠনের ব্যাপারে তার জানা নেই। জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জনাব কামরুল ইসলামও এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি।

নাম প্রকাশে অনিচ্ছুক হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মী জানান এভাবে ত্যাগী ও জনপ্রিয় আওয়ামী লীগ নেতাদের কে বাদ দিয়ে জেলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হলে তা হবে দলের জন্য চরম বিপর্যয়কর। দল ধ্বংসের মুখে পড়তে পারে বলেও তারা জানান।

হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব শফিক বলেন করোনার কারনে সব ধরনের কমিটির কার্যক্রম স্থগিত রয়েছে। যেহেতু এই কারনে পূর্ণাঙ্গ কমিটি করার কাজ বন্ধ রয়েছে এমতাবস্থায় পাল্টা কমিটির প্রেক্ষাপট আসেনা।