জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে স্থান না পাওয়ায় ত্যাগী নেতাদের ক্ষোভ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 27 June 2021
আজকের সর্বশেষ সবখবর

জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে স্থান না পাওয়ায় ত্যাগী নেতাদের ক্ষোভ

Link Copied!

স্টাফ রিপোর্টার :  নব গঠিত হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে স্থান না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি আবুল হাসেম মোল্লা মাসুম।

গত শুক্রবার (২৫জুন) তার নিজের ব্যবহৃত ফেসবুক ওয়াল থেকে পোস্ট করা বিবৃতিতে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য আবু জাহিরের প্রতিহিংসার শিকার হয়ে রাজনীতি থেকে দুরে আছেন সাবেক এ নেতা। মিথ্যাচার ও প্রতারণার আশ্রয় নিয়ে আবু জাহির তাকে কৌশলে রাজনীতি থেকে সড়িয়ে রেখেছেন। দলে নিজের অবস্থান পাকা-পোক্ত করতেই তিনি আশ-পাশের সবাইকে এভাবেই দূরে সড়িয়ে রাখেন তিনি।

এ ব্যাপারে দৈনিক আমার হবিগঞ্জ’কে তিনি জানান, তিনি হবিগঞ্জ-৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। ২০১৯ সালের ১১ই ডিসেম্বরের জেলা আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি প্রার্থী হওয়াটাই ছিল তার জিবনের ভুল। আর এ জন্যই তাকে আওয়ামী লীগের রাজনীতি থেকে বিতাড়িত করতে বর্তমান কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে।

 

 

ছবি : জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি আবুল হাসেম মোল্লা মাসুম এর ফাইল ছবি

 

 

নিন্মে এডভোকেট আবুল হাশেম মোল্লা মাসুমের ফেসবুক স্টেটাস হুবহু তুলে ধরা হলো, ‘‘ আল্লাহ সর্বশক্তিমান,,আল্লাহ সর্বোচ্চ শাস্তিদাতা* দলীয় রাজনীতিতে প্রতিযোগিতা থাকা দোষের কিছু না,কিন্তু প্রতিহিংসা থাকা কোনভাবেই উচিত না। জননেত্রী শেখ হাসিনা। হায়রে!!! আজকের হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ।দুঃখের কথা আর কি বলবো আশ্চর্য না হয়ে পারলাম না।

২৩ শে জুন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভায় সভাপতি জনাব আবু জাহির তার বক্তৃতায় বলেছে আমি নাকি ২০১৪ সালের উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ছিলাম! এবং সেজন্য নাকি আমাকে জেলা আওয়ামী লীগের কমিটি থেকে বাদ দেয়া হয়েছে। আসল সত্য কথা
হলো,আমি জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব আবু জাহিরের প্রতিহিংসার শিকার হয়েছি,,কারন হলো আমি ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে, হবিগঞ্জ-৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলাম এবং ২০১৯ সালের ১১ই ডিসেম্বরের জেলা আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি প্রার্থী ছিলাম।এই গুনাহ্ বা অপরাধের কারনেই আমাকে বাদ দেওয়া হয়েছে। অথচ আপনারা জেনে আশ্চর্যাণ্বিত হবেন যে,২০১৪ সালে উপজেলা নির্বাচন কিংবা কোন স্থানীয় নির্বাচনেই নৌকা প্রতীকে নির্বাচন হয় নি। বরং ২০১৪ সালের উপজেলা নির্বাচনে নৌকা প্রতীক বরাদ্দ না করলেও নেত্রীর মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নির্ধারণ করে দেন।

প্রতি বিভাগে একজন করে সমন্ময়কের দায়িত্ব দেন,সিলেট বিভাগের দায়িত্বে ছিলেন নেত্রীর বিশ্বস্ত ডাঃ কর্নেল কানিজ ফাতিমা এবং সেই সময় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে লাখাই উপজেলায় আমিই ছিলাম। বরং আবু জাহির তৎকালীন সময়ে বিদ্রোহী প্রার্থীকে নির্বাচিত করার বিভিন্ন চক্রান্তের মাধ্যমে বিজয়ী হওয়া সত্ত্বেও সামান্য ভোটে আমাকে পরাজিত করানো হয়।

হবিগঞ্জ জেলার আওয়ামী পরিবারের সর্বস্তরের নেতাকর্মীদের কাছে আমার প্রশ্ন জনাব আবু জাহির জেলা আওয়ামী লীগের সভাপতি হয়েও হলরুম ভর্তি শত মানুষের সামনে কিভাবে এতবড় মিথ্যাচার করতে পারে যে আমি ২০১৪ সালে বিদ্রোহী প্রার্থী ছিলাম???

উল্লেখ্য, আমি ১৯৭৫ সালে চরম দুর্দিনে হবিগঞ্জ জেলা ছাত্রলীগকে সুসংগঠিত করেছি। ১৯৮০সালে জেলা ছাত্রলীগের সভাপতি, ১৯৮৫ সালে জেলা যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করি। ১৯৯৩ সালে আমি জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ভোটে নির্বাচিত হই এবং ২০১৩ সালেও পুনরায় জেলা আওয়ামী লীগের ভোটে নির্বাচিত সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করি। অথচ আজকে সে আমাকেই বিদ্রোহী বানিয়ে দিল! কিন্তু বর্তমান কমিটিতে দেখা গেছে অনেকেই ৫৯ বছর চাকুরী করে অবসর জীবনে এসে দলীয় পদবী পায় কিভাবে !

কেউ কেউ সারা জীবন অন্য দল করে আওয়ামী লীগের সুদিনে এসে পদবী পায় কিভাবে? আবার কেউ কেউ ৭৫ এর পরে এবং ৮৫ সালের পরে দলের সাথে কোন সম্পর্ক না থাকার পরে ও দলে পদবী পায় !! পঁচাত্তর পরবর্তী চরম দুঃসময়, স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময়ে, কিংবা বি.এন.পি জোট সরকারের আমলে দুর্দিনে যাদের বিন্দু মাত্র অবদান নেই।

একটা কথাই মনে রাখবেন, এই হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের পেছনে আমার ত্যাগ,অর্থ,পরিশ্রম ঘাম আজকের বেঈমান বিশ্বাস ঘাতকরা অস্বীকার করলেও ১৯৭৫ পরবর্তী চরম দুঃসময়ের রাজপথ কখনো অস্বীকার করবে না।

আমিই পঁচাত্তর পরবর্তী আওয়ামী রাজনীতির দুর্দিনের সকল আন্দোলন সংগ্রামের একজন নীরব সাক্ষী। সামনে আবারও দুর্দিনে, দুঃসময়ে, আন্দোলন,সংগ্রামে দেখা হবে হবিগঞ্জের উত্তপ্ত রাজপথে। হবিগঞ্জ জেলার আওয়ামী পরিবারের সবাইকে মুজিবীয় শুভেচ্ছা ও অভিনন্দন। জয় বাংলা,জয়বঙ্গবন্ধু, জয়তু শেখ হাসিনা। আল্লাহ হাফেজ’’।