জেলা আওয়ামী লীগের কমিটিকে শুভেচ্ছা জানালো বানিয়াচং উপজেলা আওয়ামী লীগ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 21 June 2021
আজকের সর্বশেষ সবখবর

জেলা আওয়ামী লীগের কমিটিকে শুভেচ্ছা জানালো বানিয়াচং উপজেলা আওয়ামী লীগ

Link Copied!

স্টাফ রিপোর্টার :  হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির সভাপতি হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট আবু জাহির ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরীসহ কমিটির অন্যান্য সদস্যদেরকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বানিয়াচং উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

 

রবিবার (২০জুন) সন্ধ্যার পর হবিগঞ্জস্থ সভাপতি আবু জাহির এমপি’র বাসভবনে গিয়ে এই ফুলেল শুভেচ্ছা জানান তারা।

 

 

ছবি : জেলা আওয়ামী লীগের সভাপতি/সেক্রেটারির হাতে ফুলের তোড়া তুলে দিচ্ছেন বানিয়াচং উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ

 

 

 

বানিয়াচং উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আমির হোসেন মাষ্টার ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খানের নেতৃত্বে শুভেচ্ছা জানানোর সময় উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আলহাজ্ব হারুন মিয়া,সহসভাপতি বিপুল ভূষণ রায়,আলহাজ্ব কবির মাষ্টার,সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া লিলু,আহাদ মিয়া,শাহজাহান মিয়া,প্রচার ও প্রকাশনা সম্পাদক আসাদুর রহমান খান আসাদ,ত্রাণবিষয়ক সম্পাদক নজরুল ইসলাম,উপজেলা যুবলীগের সভাপতি রেখাছ মিয়া।

 

 

ছবি : জেলা আওয়ামী লীগের কমিটিকে শুভেচ্ছা জানালো বানিয়াচং উপজেলা আওয়ামী লীগ

 

 

 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা শাহনেওয়াজ ফুল মিয়া,আবুল হোসেন,সাহেদ মিয়াসহ উপজেলা আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী।