স্টাফ রিপোর্টার : করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আসার পর নির্বাচন উপযোগী সব ইউনিয়ন পরিষদের ভোট আগামী নভেম্বরের মধ্যে শেষ করতে
চায় নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৩ সেপ্টেম্বর আনুষ্ঠানিক ভাবে তফসিল ঘোষণা করবে বাংলাদেশ নির্বাচন কমিশন। সম্প্রতি এমন
তথ্য গণমাধ্যমে প্রচার হলে নড়ে-চড়ে বসেন হবিগঞ্জের সবকটি ইউনিয়ন পরিষদের সম্ভাব্য প্রার্থীরা।
নভেম্বরের মধ্যে নির্বাচন উপযোগী তিন হাজারের বেশি ইউপিতে ভোট গ্রহন করা হবে। জেলার ৯টি থানার ৭৭টি ইউনিয়নের চায়ের দোকানে শুরু হয়েছে প্রচার-প্রচারণা। তবে পূর্বের ন্যায় দলীয় প্রতীক থাকবে এই আশ্বাসে অনেকই আবার শুরু করেছেন দলীয় লবিং। বিএনপি ও আওয়ামী লীগের শীর্ষ নেতাদের ছবি সম্বলিত শুভেচ্ছা পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে অলি-গলি।
তবে এ নির্বাচন ডিসেম্বর পর্যন্ত গড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে। চার ধাপে এসব নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। তবে এসএসসি ও এইচএসসি পরীক্ষা এবং করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় নির্বাচনের তারিখ নির্ধারণ করা হবে। কমিশনের ৮৫তম সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আলোচ্যসূচিতে রাখা হয়েছে এ কর্মসূচী।
ওই সভায় প্রথম ধাপের স্থগিত ১৬৩টি ইউনিয়ন পরিষদ ও সপ্তম ধাপের স্থগিত ৯টি পৌরসভার ভোটের তারিখ ঘোষণার সিদ্ধান্ত হতে পারে বলে ইসি সূত্রে এ তথ্য জানা গেছে। ভোট গ্রহনের সময় সামনে এগিয়ে আনার কারন হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা এবং জেলা পরিষদ নির্বাচন। মধ্য নভেম্বর এসএসসি ও ডিসেম্বরে এইচএসসি বা সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠানে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটকেন্দ্র স্থাপন এবং শিক্ষকদের নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তা হিসাবে নিয়োগ দেওয়া হবে। এ বিবেচনায় ওইসব পরীক্ষা শুরুর আগেই ইউপি নির্বাচন করতে চায় ইসি।
দ্বিতীয় কারণটি হচ্ছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনের পরই জেলা পরিষদ নির্বাচন আয়োজন করবে এ কমিশন। নভেম্বরে ইউনিয়ন পরিষদ ভোট শেষ হওয়ার পর বিজয়ী জনপ্রতিনিধিদের নামের গেজেট প্রকাশ করা হবে। ওই জনপ্রতিনিধিদের নিয়েই জেলা পরিষদের ভোটার তালিকা তৈরি করা হবে।
সেই ভোটার তালিকার ভিত্তিতে আগামী জানুয়ারি মাসে জেলা পরিষদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। সর্বশেষ ২০১৬ সালের ২৮ ডিসেম্বর ৬১ জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।