ঢাকাSunday , 7 July 2024

জেলার হাওরগুলোতে বেড়েছে ভয়ঙ্কর ‘চায়না দুয়ারি’ জালের ব্যবহার

Link Copied!

হবিগঞ্জ জেলায় ভয়ঙ্করভাবে ছড়িয়ে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জাল। হাওর, খাল, বিলেন নানা প্রজাতির দেশীয় মাছ ধ্বংস হচ্ছে এই জালের মিহি বুননের ছোট ফাঁসে আটকা পড়ে। জেলা সদরসহ আশপাশের প্রতিটি উপজেলার গ্রামে ছড়িয়ে পড়েছে ‘চায়না দুয়ারি’ জালের ব্যবহার। যার ফলে হারিয়ে যাচ্ছে আদি বাংলার মৎস্যভান্ডার।

শনিবার (৬জুলাই) সরেজমিনে হবিগঞ্জ সদর, বানিয়াচং এবং আজমিরীগঞ্জ উপজেলার কয়েকটি হাওর ঘুরে এমনই চিত্র দেখা গেছে। হাওর গুলোর প্রায় ১’শ থেকে ২’শ স্পটে ‘চায়না দুয়ারি’ জালের মাধ্যমে মাছ আরহরণ করা হচ্ছে। ‘চায়না দুয়ারি’ নিষিদ্ধ জানাজানি হওয়াতে সাধারণত মানুষের যাতায়াত কম হয় এমন জায়গাই নির্বাচন করেন মৎস্যজীবী। কখনও কখনও ছোট ছোট ডিঙ্গি নৌকা দিয়ে হাওরের মাঝখানে নির্জন জায়গায় অবাদে নিধন করে ছোট-বড় এমনকি ডিম দেয়া মা মাছ।

হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার, লাখাইয়ের বুল্লা বাজার, বানিয়াচংয়ের বড় বাজার, আজমিরীগঞ্জের বিভিন্ন হাঠবাজারে এখন সহজেই মিলছে নিষিদ্ধ এই ‘চায়না দুয়ারি’ জাল। দামে বেশী না হওয়াতে সাধারণ মৎসজীবীরা সহজে ক্রয় করে ব্যবহার করতে পারছেন বলে জানা গেছে।

তবে নাম প্রকাশ না করা শর্তে এক মৎসজীবী দৈনিক আমার হবিগঞ্জ’কে জানান, জীবিকার তাগিদেই দরিদ্র মৎস্যজীবী পরিবারগুলো এ জাল দিয়ে মাছ শিকার করছেন, সরকার জেলেদের মধ্যে পরিবেশের উপযোগী জাল বিতরণ করলে মৎস্যজীবী পরিবারগুলো বেঁচে থাকার অবলম্বন পাবেন। এতে মাছের ঘাটতি কমে আসবে।

হবিগঞ্জ শহরতলীর কালারডুবা নামক এলাকার এক মৎসজীবী রহিস আলী জানান, কয়েক বছর আগেও বর্ষা মৌসুমে যখন নদীতে পানি আসত তখন বাঁশ-বেতের ফাঁদ তৈরির কাজে দম ফেলার ফুরসত মিলত না। সেগুলো দিয়েই চলত মাছ শিকার। তবে চায়না দুয়ারী জাল বাজারে আসার পর সব শেষ। দুয়ারী ফাঁদ দিয়ে সহজেই বেশি মাছ ধরা যায়। তাই মানুষ এখন বাঁশের ফাঁদ কিনতে চায় না। এই জালে মাছ মারা পড়ে নির্বিচারে। সঙ্গে ধরা পড়ে নানা ধরনের জলজপ্রাণীও।

মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, কারেন্ট জাল ব্যবহার বন্ধে সরকার ও মৎস্য বিভাগ যখন হিমশিম খাচ্ছে, ঠিক তখনই মৎস্য সম্পদকে ধ্বংস করতে চারঘাটের জেলেরা হবিগঞ্জের হাওর-বিলে নির্বিচারে অধিক মাছ শিকারে ‘চায়না দুয়ারি’ নামের নতুন এক বিশেষ ফাঁদ ব্যবহার করছেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এই জাল ব্যবহারে ভবিষ্যতে দেশীয় প্রজাতির মাছ অস্তিত্ব সংকটে পড়বে। এই ধরনের ক্ষতিকর ফাঁদ ব্যবহার বন্ধে মৎস্য বিভাগ আইন করে এ বছর থেকে চায়না দুয়ারী জাল নিষিদ্ধ করেছে।

হবিগঞ্জ জেলা মৎস কর্মকর্তা মোহাম্মদ ওয়াহিদুর রহমান মজুমদার জানান, ইতোমধ্যে জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বিপুল পরিমান ‘চায়না দুয়ারি’ জাল জব্দ করা হয়েছে এছাড়াও ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাগত আছে।