জেলার হবিগঞ্জ সদরসহ নবীগঞ্জের ২১টি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী চুড়ান্ত : ৩য় ধাপ ইউপি পরিষদ. - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 27 October 2021
আজকের সর্বশেষ সবখবর

জেলার হবিগঞ্জ সদরসহ নবীগঞ্জের ২১টি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী চুড়ান্ত : ৩য় ধাপ ইউপি পরিষদ.

Link Copied!

তারেক হাবিব :   তৃতীয় ধাপ ইউনিয়ন পরিষদ নির্বাচনে জেলার হবিগঞ্জ সদর ও নবীগঞ্জ উপজেলার ২১টি ইউনিয়নের নৌকার প্রার্থী চুড়ান্ত করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা যায়।

 

মঙ্গলবার(২৬অক্টোবর) বিকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় হবিগঞ্জ জেলার হবিগঞ্জ সদর উপজেলা ও নবীগঞ্জ উপজেলার মোট ২১টি ইউনিয়নের নৌকার প্রার্থী বাচাই করা হয়।

 

জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলার ১০নং লস্করপুর ইউনিয়নে নৌকা প্রতীক পেয়ে আওয়ামী লীগের মনোনয়ন লাভ করেছেন বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান হিরু, ৯নং নিজামপুর ইউনিয় থেকে সাবেক চেয়ারম্যান আব্দুল আউয়াল তালুকদার, ৬নং রাজিউড়া ইউনিয়ন থেকে বদরুল করিম দুলাল, ৫নং গোপায়া ইউনিয়ন পরিষদ থেকে মোঃ নুরুজ্জামান চৌধুরী, ৪নং পৈল ইউনিয়ন থেকে মোঃ সাহেব আলী, ৩নং তেঘরিয়া ইউনিয়ন পরিষদ থেকে আলহাজ্ব এমএ মোতালিব, ০২নং রিচি ইউনিয়ন থেকে মোঃ আব্দুর রহিম, ১নং লোকড়া ইউনিয়ন থেকে মোহাম্মদ আলী।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

এদিকে, মনোনয়ন প্রদানের পর বিতর্কিত ব্যক্তিদের বিষয়ে দুই উপজেলায় চলছে নানা সমালোচনা। মামলায় জড়ানো, বিতর্কিত ও ঋণ
খেলাপিদের মনোয়ন প্রদানে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তীব্র সমালোচনা।

 

জানা গেছে, হবিগঞ্জ সদর ও নবীগঞ্জ উপজেলার কয়েকটি ইউনিয়নে বিতর্কিত প্রার্থীদের মনোনয়ন প্রদান করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীনসহ রয়েছেন ঋণ খেলাপিও রয়েছেন ।

 

 

উল্লেখ্য, তৃতীয় ধাপে ১০০৭টি ইউপি এবং ৯টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ২৮ নভেম্বর এসব ইউপি ও পৌরসভার ভোট গ্রহন করা হবে। এর আগে গত ১৪ অক্টোবর এসব ইউপি এবং পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

 

তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই ৪ নভেম্বর ও প্রত্যাহারের শেষ সময় ১১ নভেম্বর।

 

এদিকে, দৈনিক আমার হবিগঞ্জের অনুসন্ধানে জানা যায়, জেলার ২১টি ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত অনেক প্রার্থীদের বিরুদ্ধে হত্যা মামলা, ঋণ খেলাপি এবং গ্রেফতারী পরোয়ানা রয়েছে। এ নিয়ে শীঘ্রই অনুসন্ধানী প্রতিবেদন আসছে দৈনিক আমার হবিগঞ্জে।