সলিল বরণ দাশ, নবীগঞ্জ : ঈদুল আযহা সামনে রেখে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের ফুলতলী বাজার সংলগ্ন সাতাইহাল গ্রামের এ.কে.এম মেহেদী হাসান সুমন পরিচর্যায় বড় হওয়া ষাঁড়ের নাম রাখা হয়েছে ‘কালা তুফান। কোরবানির জন্য প্রস্তুত করা কালা তুফানের ওজন প্রায় ২৪ মণ। ৫ ফুট ৩ ইঞ্চি লম্বা ও ৬ ফুট ১১ ইঞ্চি উচ্চতা। বিক্রির জন্য কালা তুফানের দাম হাঁকা হয়েছে সাড়ে সাত লাখ।
তিন বছর আগে পাবনার আড়াকান্দি থেকে আনা গাভী থেকে এ.কে.এম মেহেদী হাসান সুমনের ইব্রাহিম ডেইরী ফার্মের খামারে ২০১৭ সালে জন্ম হয় কালো ও সাদা রঙের ফ্রিজিয়ান প্রজাতির ষাঁড়টির। জন্মের পর থেকে কোনো প্রকার ক্ষতিকর ও মোটাতাজাকরণ ওষুধ ছাড়াই দেশীয় খাবার খাইয়ে লালন-পালন করা হয়েছে। শান্ত প্রকৃতির ও গায়ের রং কালো হওয়ায় এ.কে.এম মেহেদী হাসান সুমন শখ করে ষাঁঢ়টির নাম রেখেছেন ‘কালা তুফান’। তিনি তার ব্যবসার অবসর সময়ে শখ করে ষাঁড়টি লালন-পালন করেছেন।