জেলার শ্রেষ্ঠ ওসি হলেন বানিয়াচংয়ের অজয় চন্দ্র দেব - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 6 November 2022

জেলার শ্রেষ্ঠ ওসি হলেন বানিয়াচংয়ের অজয় চন্দ্র দেব

Link Copied!

পুরষ্কারের অভিন্ন মানদন্ডের আলোকে হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব।

রবিবার (৬ নভেম্বর) সকাল ১০ টায় হবিগঞ্জ জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশের মাসিক কল্যান সভায় তাকে এ সম্মাননা তুলে দেন হবিগঞ্জের পুলিশ সুপার এসএম মুরাদ আলি।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ সদর সার্কেল) মাহফুজা আক্তার শিমুল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মাহমুদুল হাসান ও সহকারী পুলিশ সুপার (বাহুবল সার্কেল) আবুল খয়েরসহ জেলার বিভিন্ন থানার কর্মকর্তাবৃন্দ।

বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব জানান, সকলের প্রচেষ্টায় আমার এই অর্জন। পেশাগত দায়িত্ব পালনকালে আমি পুলিশ সুপার মহোদয়,সার্কেল এসপি মহোদয়ের দিক নির্দেশনায় কাজ করে যাচ্ছি। আমি পুলিশের পেশায় এসেছি মানুষের সেবা করার জন্য।

আমার সর্বোচ্চ সেবা দিয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছি মাত্র। আমি বিশ্বাস করি আমরা চাইলেই একটা সুন্দর সমাজ আগামী প্রজন্মকে উপহার দিতে পারব।

উপজেলার সংবাদ সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়