খায়রুল ইসলাম সাব্বির || করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে লকডাউন ঘোষনা করেছে বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তরে, ঘোষণার প্রথম দিন থেকে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে এবং বাজার মনিটরিং করতে প্রতিদিন মাঠে কাজ করে যাচ্ছেন জেলা প্রশাসক কার্যালয়ের সকল কর্মকর্তারা।
এরই ধারাবাহিকতায় হবিগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে শনিবার (১০ এপ্রিল) লকডাউনের ষষ্ঠ দিনে জেলার বিভিন্ন উপজেলায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে করোনা সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিতকরনে জেলার বিভিন্ন স্থানে মোট ৩টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে ১৮টি মামলার মাধ্যমে ১৮ জন ব্যক্তিকে ৯ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এরই সাথে জেলার সকল উপজেলায় সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণ কার্যক্রম অব্যাহত রয়েছে এবং বাজারে অভিযান চলমান রয়েছে বলে জানা যায়। অভিযান চলাকালীন সময়ে জেলা প্রশানের পক্ষ থেকে জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহবান জানানো হয়।
এ দিকে আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ বিদ্যুৎ কুমার দাস এবং উপজেলা মৎস্য কর্মকর্তা আনিছুর রহমানের প্রত্যক্ষ সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মতিউর রহমান খান এর নেতৃত্বে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুসারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। কাকাইলছেও বাজারের পাশে কুশিয়ারা নদী থেকে এসময় অবৈধ ৫ হাজার মিটার কারেন্ট জাল আটক করা হয়। আটককৃত কারেন্টজাল নদীর তীরে সর্বসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এসময় জালগুলোর প্রকৃত মালিক খুঁজে পাওয়া যায় নি বিধায় কাউকে জরিমানা করা হয় নি।