হবিগঞ্জ জেলার বিভিন্ন মাজার কেন্দ্রিক ওরসে আয়োজিত মরমে বাউল গানের আসর বন্ধ হতে থাকায় উপার্জন
হারিয়ে বেকায়দায় পড়েছেন বাউল শিল্পীরা। ইতিমধ্যে হযরত শাহ ছোলেমান ফতেহ গাজী (রাঃ) এর ওরছে বাউল গানের আসর প্রশাসন বন্ধ করে দেয়ায় এ অবস্থা তৈরি হয়েছে।
জেলায় প্রায় সহস্রাধীক বাউল শিল্পী রয়েছেন। তাদের বেশিরভাগই গান গেয়ে জীবিকা নির্বাহ করেন। শীতকালে মাজারকেন্দ্রিক বিভিন্ন ওরসে গান গেয়ে ভক্তদের দেয়া দানের টাকায় তাদের সারা বছরের খরচ চলে।
আগামী ২৪ ডিসেম্বর লাখাই উপজেলায় হযরত শাহ বায়েজিদ ইয়েমেনী (রাঃ) এর বার্ষিক ওরসে স্মরণাতীতকাল থেকে হয়ে আসা ঐতিহ্যবাহী মরমী বাউল গানের আসর এবছর বিভিন্ন কারণে না হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ নিয়ে উপার্জন বন্ধ হয়ে পথে বসার আশঙ্কায় আছে বাউল শিল্পীরা।
ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন অসংখ্য সাধারণ মানুষ। অনেক সাধারন মানুষের সাথে কথা বলে জানা যায়, এ বিষয়টি তারা ভালোভাবে নিচ্ছেন না। অনেকেই জানান, সাধারণ মানুষ সুস্থ বিনোদন চায়। ডিজে গান, অশ্লীলতা সহ বিভিন্ন আপত্তিকর বিষয়াদি বাদ দিয়ে মরমে ধারার বাউল সংগীত উপভোগ করতে চান তারা।
একাধিক বাউল শিল্পী জানান, তিনি প্রতি বছরের ন্যায় এবারও শাহ বায়েজীদের ওরসে বাউল গান গাইতে আসার প্রস্তুতি নিয়েছেন। তবে গানের অনুষ্ঠান বন্ধ হওয়ার একটি আশঙ্কা রয়েছে শুনেছেন। এরকমটি হলে তাদের উপার্জন বন্ধ হয়ে যাবে।
ইতিমধ্যেই বিভিন্ন স্থানে বাউল গান বন্ধ হওয়ায় মানবেতর জীবন যাপন করছেন শিল্পীরা। শিল্পীদের অনেকেই প্রশাসন ও সংশ্লিষ্টদের কাছে বাউল গান আয়োজন করার ব্যাপারে সহযোগিতা চান। হবিগঞ্জ জেলা জাতীয় বাউল সংহতী ফাউন্ডেশনের সভাপতি মোহিত সরকার জানান, তারা চান সুস্থ ধারার বাউল সংগীত আয়োজনে প্রশাসনের সহযোগীতা।
শাহ বায়েজিদ ইয়েমেনী (রাঃ) মাজারের মোতোয়াল্লি মীর মৌলা মিয়া জানান, বাউল গানের ব্যাপারে আমাদের কোন আপত্তি নেই। এটা দীর্ঘদিনের ঐতিহ্য।
তবে বিষয়টি প্রশাসনের বিবেচনাধীন। এ ব্যাপারে হবিগঞ্জ সদর ও লাখাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খলিলুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি আমরা খোঁজ নিয়ে দেখবো।