হবিগঞ্জ জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমান মতবিনিময় সভা করেছেন। বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
নবাগত জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমানের সভাপতি তে আয়োজিত সভায় আরো উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলায় কর্মরত সাংবাদিক হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাসেল চৌধুরী, সেক্রেটারি পাভেল খাঁন চৌধুরী, সাবেক সভাপতি মো. শাবান মিয়া, মোহাম্মদ নাহিজ, মুনসুর উদ্দিন আহমেদ ইকবাল, হারুনুর রশীদ চৌধুরী, সোয়েব চৌধুরী, রুহুল হাসান শরীফ, চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, আব্দুল হালিম, আলমগীর সাদেক, এম এ রাজা, মীর মো. আব্দুল কাদির, আশরাফুল আলম কুহিনূর, শরীফ চৌধুরী, মো. নুর উদ্দিন, মো. রহমত আলী, আব্দুর রউফ সেলিম, সাইফুর রহমান তারেক, নিরাঞ্জন গোস্বামী শুভ, আখলাছুর রহমান প্রিয়, টিপু প্রমুখ।
সভাপতির বক্তব্যে নবাগত জেলা প্রশাসক বলেন, আমি জেলাবাসীকে কিছু দিতে এসেছি, নিতে নয়। তিনি আরো বলেন বর্তমানে আমরা একটা স্পেশাল সময়ে দায়িত্ব গ্রহণ করেছি। এই সুযোগটা কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে চাই। আমার অফিসাররা যদি কোন ধরনের দুর্নীতিতে জড়িয়ে যায় আপনারা আমাকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন।