হবিগঞ্জ জেলায় আবারো সক্রিয় হয়ে ওঠেছে মোটর সাইকেল চোর চক্র। সম্প্রতি শহরের বেশ কিছু স্থানে মোটর সাইকেল চুরির ঘটনা ঘটেছে। ব্যবসায়ী, চাকুরীজীবি, সাংবাদিকসহ অনেকেরই মোটর সাইকেল ইদানিংকালে চোরচক্ররা চুরি করে নিয়ে যাচ্ছে।
সাম্প্রতিক অভিযানে আন্তঃ জেলা চোরচক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, হবিগঞ্জ সদর উপজেলার বড় বহুলা গ্রামের আরব আলীর পুত্র আলমগীর হোসেন মান্না (৩১), মৃত তাজুল ইসলামের পুত্র মনিরুল ইসলাম (৩২), লস্করপুর ইউনিয়নের নোয়াবাদ গ্রামের মস্তর আলীর পুত্র মনির মিয়া (১৯) এবং চুনারুঘাট উপজেলার চানভাঙ্গা এলাকার শহীদ মিয়ার পুত্র রুবেল মিয়া (২০)। হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ নন্দন কান্তি ধর জানান, মোটর সাইকেল চুরির সাথে জড়িত থাকায় অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।
এদিকে, একের পর এক হবিগঞ্জ শহরের মোটর সাইকেল চুরির ঘটনা ঘটেই চলছে বলে অভিযোগ করেছেন একাধিক ভুক্তভোগী। ছাত্রদল নেতা হাফিজুল ইসলাম জানান, শহরের ইনাতাবাদ এলাকা থেকে তার ব্যবহৃত মোটর সাইকেল চুরির ঘটনায় হবিগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনায় সুষ্ঠু বিচার চান তিনি।
এর আগে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নিচ থেকে সমাচার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রাসেল চৌধুরীর একটি পালসার মোটর সাইকেল চুরি হয়। সিসিটিভি ফুটেজ দেখেও তা উদ্ধার করতে পারেনি পুলিশ। পুরাতন পৌরসভা সড়কের জহুর আলী হোটেলের পাশ থেকে সাংবাদিক কাজী মিজানুর রহমানের একটি এফ জেড মোটর সাইকেল চুরি হয়।
সুত্র জানায়, হবিগঞ্জে বর্তমানে ৪/৫টি চোরচক্র সক্রিয় আছে। এছাড়াও পেশাদার চোরদের সাথে বেশ কিছু অপেশাদার চোর রয়েছে, যারা নিয়মিত না হলেও সুযোগ পেলেই গাড়ি চুরি-ছিনতাই করে। সরকার পতনের সাথে সাথে আইন-শৃঙ্খলার গ্যাপে কয়েকদিন আগেও ২০টির বেশি চোরচক্র সক্রিয় ছিল বলে দাবি ভুক্তভোগীদের। তবে এর মধ্যে মূলহোতাসহ কয়েকটি চোরচক্র গ্রেফতার হলেও, রাঘব-বোয়াল রয়েছে ধরা ছোঁয়ার বাইরে।
নাম প্রকাশে অনিচ্ছুক চোর চক্রের একজন জানান, প্রথমে মোটর সাইকেল গতিবিধি অনুসরণ করেন তারা। এরপর সুবিধাজনক জায়গায় তাদের অন্য সদস্যরা মোটর সাইকেলটি কিছুক্ষণ পর্যবেক্ষণ করেন। পরে সুযোগ বুঝে নিজেদের সাথে থাকা মাস্টার চাবি দিয়ে ২৫ থেকে ৩০ সেকেন্ডের মধ্যে মোটর সাইকেলের তালা খুলে গাড়িটি নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। হবিগঞ্জ জেলা ছাড়াও দেশের বিভিন্ন জায়গা থেকে চুরি করে নিয়ে আসা সাইকেলগুলো খালেক ও ইকবাল নামে চক্রের দুই সদস্যের হাতে বিক্রি করেন তারা।