টানা ১১দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে জীবন যুদ্ধে হেরেগেলেন সড়ক দুর্ঘটনায় আহত জাবেদ মিয়া( ৪০)। সে উপজেলার রুহিতনসী গ্রামের নুরুল হকের ছেলে।
রবিবার (১৯মে) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন মরহুমার চাচাতো ভাই সাখাওয়াত হোসন।
জানা যায়, বুধবার (৮ জুন) হবিগঞ্জ টু লাখাই আঞ্চলিক সড়কে সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে কলিমপুর নামক এলাকায় গুরুত্বর আহত হন জাবেদ মিয়া। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রুগীর উন্নত চিকিৎসার জন্য স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় জাবেদ।