শীর্ষ স্থানীয় জাতীয় দৈনিক যুগান্তর পত্রিকার বানিয়াচং প্রতিনিধি হিসেবে নিয়োগ লাভ করেছেন সাংবাদিক জীবন আহমেদ লিটন।
সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে পত্রিকার সম্পাদক সাইফুল আলম নিয়োগ এবং পরিচয়পত্র তাঁর হাতে তুলে দেন।
সাংবাদিক লিটন যুগান্তরে নিয়োগ প্রাপ্ত হওয়া পর্যন্ত জাতীয় দৈনিক ভোরের কাগজ পত্রিকার বানিয়াচং প্রতিনিধি হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করেন।
স্থানীয় দৈনিক হবিগঞ্জের আয়না থেকে সাংবাদিকতার হাতেখড়ি। এরপর হবিগঞ্জ সমাচার পত্রিকায় কাজ করার পর বর্তমানে দৈনিক প্রতিদিনের বাণী পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত আছেন।
এছাড়াও ইলেক্ট্রনিক্স মিডিয়া ৭১ বাংলা টেলিভিশন এবং জবস টিভির বানিয়াচং প্রতিনিধি হিসেবে করছেন।
তিনি দীর্ঘ ৮ বছর বানিয়াচং উপজেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের পর হবিগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটি অনুমোদিত বানিয়াচং উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতির দায়িত্ব পালন করেছেন।
একজন দক্ষ সংগঠক হিসেবে সুনাম রয়েছে তার। বর্তমানে বানিয়াচং মডেল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন।
এ ছাড়া দৈনিক অনুসন্ধান অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক ও প্রকাশক । পেশাগত কাজে সাংবাদিক সমাজসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সহযোগিতা কামনা করেছেন তিনি ।