ঢাকাFriday , 24 February 2023
আজকের সর্বশেষ সবখবর

জীবনে প্রতিষ্ঠিত হতে হলে শিক্ষার সকল স্তরে মেধার স্বাক্ষর রাখতে হবে : ভিসি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক

Link Copied!

দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেছেন, “জীবনে প্রতিষ্ঠিত হতে হলে শিক্ষার সকল স্তরে মেধার স্বাক্ষর রাখতে হবে।

অনেক শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করলেও এইচএসসিতে ছিটকে পড়েন। আবার উভয় পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীও উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন।

অনেকে আবার বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েও সেখানে ভালো রেজাল্ট না করতে পেরে হতাশাগ্রস্ত হয়ে পড়েন। আমাদের দেশের উন্নয়নের মূল কারিগর তরুণরা হলেও সঠিক দিক নির্দেশনার অভাবে অনেকেরই মেধা ও শ্রম কাঙ্খিত কাজে আসছে না।

অনেকেই লেখাপড়ার মাঝ পর্যায়ে বিদেশ চলে যাচ্ছেন। এদের কেউ কেউ উচ্চ শিক্ষাগ্রহণ করে সেখানে প্রতিষ্ঠিত হলেও অনেকে লেখাপড়া না করে এক দেশ থেকে আরেক দেশে পাড়ি দিচ্ছেন। অনেকে সাগরে নৌকা ডুবে; অনেকে জাহাজের কন্টেইনারে মৃত্যুবরণ করছে।

আমাদের অনেক তরুণ রয়েছেন যারা কোনও ভাষা ও কাজের দক্ষতা না নিয়ে মধ্যপ্রাচ্যে কম বেতনে কঠোর পরিশ্রম করছেন। এভাবে আমাদের তরুণদের মেধা ও শ্রমের অবমূল্যায়ন হচ্ছে, অপচয় হচ্ছে।

বুধবার (২২ফেব্রুয়ারি) দুপুরে হবিগঞ্জ সদরের আইডিয়াল হাইস্কুল থেকে এসএসসি পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

আইডিয়াল হাইস্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও হবিগঞ্জের বিশিষ্ট সমাজসেবক রোটারিয়ান এম এ রাজ্জাকের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক (গণিত) ফরীন্দ্র চন্দ্র দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী কবি ও কথাসাহিত্যিক সৈয়দা আয়েশা সিদ্দিকা আহমেদ, হবিগঞ্জ উন্নয়ন সংস্থার প্রধান নির্বাহী মোঃ শাহীন ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক এডভোকেট শাহ ফখরুজ্জামান।

স্বাগত বক্তব্য রাখেন আইডিয়াল হাইস্কুলের প্রধান শিক্ষিকা আঞ্জুমান আরা বেগম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোপায়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন, রসায়ন শিক্ষক বেনজীর আহমেদ, পারভিন আক্তার প্রমুখ। পরে প্রধান অতিথি ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন।