জাল দলিল সম্পাদনা : নবীগঞ্জে দলিল লিখক কবিরের বিরুদ্ধে লিখিত অভিযোগ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 4 March 2024
আজকের সর্বশেষ সবখবর

জাল দলিল সম্পাদনা : নবীগঞ্জে দলিল লিখক কবিরের বিরুদ্ধে লিখিত অভিযোগ

Link Copied!

নবীগঞ্জে ভুয়া ডকুমেন্টস তৈরী করে দলিল সম্পাদন করালেন দলিল লিখক কবির হোসেন চৌধুরী। এ ঘটনায় নবীগঞ্জ উপজেলাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। জনমনে দেখা দিয়েছে মিশ্র-প্রতিক্রিয়া। নবীগঞ্জ উপজেলা সাবরেজিস্টার অফিসের দলিল লিখক কবির হোসেন চৌধুরী ৭নং করগাঁও ইউনিয়নের জন্তরী গ্রামের বাসিন্দা।  রবিবার (৩ মার্চ) হবিগঞ্জ জেলা প্রশাসকের কাছে লিখিতভাবে অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী পরিবার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের খড়িয়া গ্রামের মৃত শিবচরণ সরকারের পুত্র পবিত্র সরকার।

অভিযোগ সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলা সাবরেজিস্টার অফিসে ২৩ সালের ২১ নভেম্বর ভুয়া ডকুমেন্টস তৈরী করে দক্ষিণ রমজানপুর মৌজার জে.এল নং ৭৩/৭৬, এস.এ খতিয়ান ৩৭২, খতিয়ান নং ৪৮৭/৪৮৮/৫০৮ কুশ সরকারের নামে জমি থাকলেও ভুয়া মালিক সেজে দলিল নং ৩১০০/২৩ দলিল সম্পাদন হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

বিষয়টি খতিয়ে দেখতে গিয়ে পবিত্র সরকার জানতে পারেন ভুয়া ডকুমেন্টস তৈরী করে দলিল লিখক কবির হোসেন চৌধুরী একটি দলিল সম্পাদন করিয়েছেন। এতে পবিত্র সরকারকে সাক্ষী রাখা হয়েছে। এতে করে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন পবিত্র সরকার।

জালজালিয়াতি করে বিভিন্ন ব্যক্তির নাম ও ভুয়া ডকুমেন্টস ব্যবহার করায় নবীগঞ্জ উপজেলা সাবরেজিস্টার অফিসের দলিল লিখক কবির হোসেন চৌধুরীর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন পবিত্র সরকার।অপরদিকে ৪নং দলিলদাতা কুশ সরকারের নাম উল্লেখ করা হলেও প্রকৃত পক্ষে সুনীল শব্দকরের ছবি ব্যবহার করা হয়েছে। কুশ সরকারের আপন ভাই লবচরণ সরকার ওরফে লভরাম সরকারের ছবির স্থানে ব্যবহৃত হয়েছে নিশিকান্ত সরকারের ছবি এবং তাহার স্বাক্ষর।

জাতীয় পরিচয় পত্র নং দেওয়া হয়েছে মমতা রাণী সরকার নামে এক মহিলার। প্রকৃতপক্ষে জমির মূল মালিক কুশ সরকার সপরিবারে ভারতে বসবাস করছেন। অভিযোগে আরো বলা হয়, দলিল লিখক কবির হোসেন চৌধুরীর কাছে রয়েছে অবৈধ উপায়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও সাবরেজিস্টার অফিসের সীলমোহর।

সে খতিয়ান তৈরীর কাগজপত্রসহ অর্ধশত বছরের আগের বিভিন্ন জাল দলিল স্টাম্প যাহার ফলে তারা নিজেরাই তৈরী করতে পারে ভুয়া দলিল এবং খতিয়ান ও নামজারী খারিজ। দলিলদাতা উপস্থিত না থাকলেও শুধুমাত্র ছবি থাকলেই কবির হোসেন চৌধুরীর পক্ষে সম্ভব ক্রেতার নামে দলিল তৈরী করা।