দলিল জালিয়াতির মামলায় দলিল লেখক ও শায়েস্তাগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির পরিচালক মিজানুর রহমান মিজান চকদারকে গ্রেফতার ও কারাগারে প্রেরণের ঘটনায় সাময়িক বরখাস্ত করেছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। গত ২৫ এপ্রিল পল্লী বিদ্যুতের নির্বাহী পরিচালক আসাফাউদ্দৌল্লা ও সহকারি পরিচালক (প্রশাসন) মোঃ মিজানুর রহমানের স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশ প্রদান করা হয়।
চিঠিতে উল্লেখ করা হয় গত ১৭ এপ্রিল ,এস এ খতিয়ান জালিয়াতি মামলায় হবিগঞ্জ জেলার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল আলম চৌধুরী এর আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিজ্ঞ আদালত মিজানের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগায়ে প্রেরণ করেন।
এহেন কর্মকান্ডের বিষয়ে অবগত হয়ে বাপবিবোর্ড কর্তৃক একটি তদন্ত কমিটি গঠন করে। গঠিত তদন্ত কমিটির তদন্ত কার্যক্রম চূড়ান্তভাবে সম্পন্ন না হওয়া ও পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি বোর্ডের সকল কার্যক্রম হতে মিজানুর রহমানকে বিরত থাকার জন্য নির্দেশনা প্রদান করা হলো।
জানা যায়, মাধবপুর উপজেলার বেঙ্গাডুবা গ্রামের মোস্তফা চকদারের ছেলে মিজানুর রহমান মিজান চাকদার ভূয়া ও জাল দলিল সৃষ্টি করে জায়গা অন্যত্র বিক্রি করেন। এ ঘটনায় ওই এলাকার এক ব্যক্তি তার বিরুদ্ধে আদালতে মামলা করলে আদালত তাকে সমন ইস্যু করেন। এর প্রেক্ষিতে গত ১৭ এপ্রিল তিনি আদালতে হাজির হলে তাকে কারাগারে পাঠান আদালত। তার বিরুদ্ধে এমন আরও অভিযোগ রয়েছে বলে জানা গেছে।
সাময়িক বরখাস্তের বিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতির পবিস মনিটরিং ও ব্যবস্থাপনা পরিচালন (পূর্বাঞ্চল) লুনা শারমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।