জালিয়াতির অভিযোগে দলিল লেখক মিজান কারাগারে - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 18 April 2024
আজকের সর্বশেষ সবখবর

জালিয়াতির অভিযোগে দলিল লেখক মিজান কারাগারে

এম এ রাজা
April 18, 2024 9:10 am
Link Copied!

দলিল জালিয়াতির মামলায় শায়েস্তাগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির পরিচালক মিজানুর রহমান মিজান চকদারকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। বুধবার (১৭ এপ্রিল) দুুপুরে হবিগঞ্জের বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। তিনি মাধবপুর উপজেলার বেঙ্গাডুবা গ্রামের মোস্তফা চকদারের পুত্র।

জানা যায়, ভূয়া ও জাল দলিল সৃষ্টি করে জায়গা অন্যত্র বিক্রি করেন। এ ঘটনায় ওই এলাকার এক ব্যক্তি তার বিরুদ্ধে আদালতে মামলা করলে আদালত তাকে সমন ইস্যু করেন। এর প্রেক্ষিতে গতকাল তিনি আদালতে হাজির হলে তাকে কারাগারে পাঠান আদালত। তার বিরুদ্ধে এমন আরও অভিযোগ রয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ পল্লী বিদ্যুতে কর্মরত সিনিয়র ডিজিএম গোলাম কাউসার বলেন, বিষয়টি আমরা জেনে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি আশা করছি কোন একটা সিদ্ধান্ত আসবে।