জামিনের জন্য আদালতে ভুয়া ছাড়পত্র দাখিল : আসামীকে কারাগারে প্রেরণ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 3 March 2024
আজকের সর্বশেষ সবখবর

জামিনের জন্য আদালতে ভুয়া ছাড়পত্র দাখিল : আসামীকে কারাগারে প্রেরণ

Link Copied!

জামিন লাভের আশায় আদালতে ভুয়া ছাড়পত্র দাখিল করার অভিযোগে ৮৩/২০২৩, লাখাই থানার ০২ নং মামলার আসামী মোঃ শাহ আলম (৪০) কে কারাগারে প্রেরণ করেছেন আদালত । সে লাখাই উপজেলার ফুলবাড়িয়া গ্রামের মৃত বিলাত আলীর ছেলে।

জানা যায়, ২৩/০২/২৪ তারিখে ৮৩/২০২৩, লাখাই থানা মামলা নং ০২, ০৩/০৮/২০২৩ইং) মামলার আসামী মোঃ শাহ আলমের জামিন আবেদন শুনানীকালে তার জামিন লাভের সুবিধার জন্য নিজেকে ভূয়া জখমী সাজিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সরকারী রেজিঃ নাম্বার, জাল জালিয়াতি করে ছাড়পত্র তৈরি করে অত্র আদালতে দাখিল করে।

পরবর্তীতে আসামীর দাখিলকৃত কাগজপত্র (ছাড়পত্র) সত্যতা যাচাইয়ের জন্য আদালত মামলার তদন্তকারী কর্মকর্তা লাখাই থানার এসআই শৈলেস চন্দ্র দাশকে দায়িত্ব প্রদান করেন। পরে এ তদন্তকারী কর্মকর্তা তদন্ত কার্যক্রম শেষে ছাড়পত্রটি ভুয়া বলে আদালতে প্রতিবেদন দাখিল করেন।

পরে গত ১২ ফেব্রুয়ারী জামিনের জন্য আসামী সংশ্লিষ্ট আদালতে উপস্থিত হলে লাখাই আমলী আদালত-৭ এর জিআরও মোঃ খসরুজ্জমান বাদী হয়ে ১৮৬০ এর ১৯৮/৪৬৫/৪৬৬/৪৭১ ধারা মামলা দায়েরের পরবর্তীতে আদালতের নির্দেশে আসামীকে কারাগারে পাঠানে হয়।