স্টাফ রিপোর্টার : পুলিশের দায়ের করা এ্যাসল্ট মামলায় জামায়াত নেতা ও বানিয়াচং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইকবাল বাহার খানের জামিন মঞ্জুর না করে জেলহাজতে পাঠিয়েছে আদালত। বুধবার (২৪ফেব্রুয়ারি) এই মামলায় বিচারক তপন চন্দ্র বর্মনের আদালতে জামিন চাইতে গেলে বিজ্ঞ বিচারক জামিন মঞ্জুর না করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশনা দেন।
উল্লেখ্য, গত শনিবার রাত ১০টায় বানিয়াচং ১নং উত্তর-পূর্ব ইউনিয়নের মাতাপুর মহল্লায় আদর্শ বাজার ব্যবসায়ী কমিটির নেতৃত্বে ও মহল্লার সর্দার নিয়োগ হওয়াকে কেন্দ্র করে এসএম হাফিজুর রহমান ও আরজান আলীর লোকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে বানিয়াচং থানার ওসি এমরান হোসেনসহ উভয়পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়।
এই ঘটনায ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪০/৫০জনকে আসামি করে পরের দিন বানিয়াচং থানায় পুলিশ এ্যাসল্ট মামলা দায়ের করেন বানিয়াচং থানার এসআই (নিরস্ত্র) ইদ্রিছ আলী।