শামীম চৌধুরী : হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ৬ নং কাগাপাশা ইউনিয়নের কাগাপাশা জনতা উচ্চ বিদ্যালয়ের জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদেরকে জাফলং ভ্যালি ইন্টারন্যাশনাল বোর্ডিং স্কুলের পক্ষে করোনা ভাইরাসের কারনে ছোট্র পরিসরে এই সংবর্ধনা দেওয়া হয়।
বুধবার (১৯ আগস্ট) কাগাপাশা জনতা উচ্চ বিদ্যালয়ে জাফলং ভ্যালি ইন্টাঃ বোর্ডিং স্কুলের পক্ষে শিক্ষক জনাব মমিনুল হক একাডেমীক কিং জাফলং ভ্যালি ইন্টাঃ বোর্ডিং স্কুল, বাবু জয়ন্ত রায় প্রভাষক (গনিত), জনাব ফারুক হোসেন প্রভাষক (রসায়ন) নিজে উপস্থিত হয়ে জিপিএ ৫ প্রাপ্তদের সংবর্ধনা দেন।
এসময় উপস্থিত ছিলেন জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু হরিপদ বৈষ্ণব, সাবেক প্রধান শিক্ষক বাবু আশীষ কুমার বিশ্ববাস, সিনিয়র শিক্ষক বাবু কৃপেন্দ্র দাশ,সিনিয়র সঃ শিক্ষক মৌলানা আলী আহমেদ লষ্কর, সঃ শিক্ষক প্রদ্যোত্ন কুমার দাশ, সঃ শিক্ষক জনাব গিয়াস উদ্দিন, ও বনবীর তালুকদার, জনাব মোঃ মনসুর আহমদ চৌধুরী সভাপতি ম্যানেজিং কমিটি, জনাব আবু হানিফ মিয়া সদস্য, জনাব আমরু মিয়া সদস্য ম্যানেজিং কমিটি জনতা উচ্চ বিদ্যালয় প্রমুখ।