১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচির বিষয়ে বাংলাদেশ-ভারত মৈত্রী সোসাইটির আলোচনা সভা সম্পন্ন হয়েছে।
শনিবার (১৩আগস্ট) বাংলাদেশ-ভারত মৈত্রী সোসাইটির প্রধান কার্যালয়ে আয়োজিত এক সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ-ভারত মৈত্রী সোসাইটির সাধারণ সম্পাদক সুবীর কোশারী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ ১ আসনের সংসদ সদস্য গাজী মো: শাহনেওয়াজ মিলাদ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে সাংসদ গাজী মোঃ শাহনেওয়াজ মিলাদ বলেন ১৫ আগস্ট পৃথিবীর ইতিহাসে এক নিকৃষ্টতম দিন। এই দিনে ইতিহাসের কিছু কুখ্যাত খুনী হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে।
বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মাধ্যমে খুনীরা চেয়েছিলো বাঙালি জাতি ও বাংলাদেশের কবর রচনা করতে কিন্তু তারা সফল হয়নি কারন আমাদের একজন শেখ হাসিনা আছেন।
বঙ্গবন্ধুর সুযোগ্য তনয়া জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ আবারো উন্নয়নের রোল মডেলে পরিনত হয়েছে। একাত্তরের যুদ্ধাপরাধী ও বঙ্গবন্ধুর খুনীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর মাধ্যমে জননেত্রী শেখ হাসিনা প্রমান করেছেন অপরাধী যত বড় শক্তিশালীই হোক না কেন তাকে শাস্তি ভোগ করতে হবেই।
এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মোহাম্মাদ মহিবুর রহমান, মো: রবিউল ইসলাম রবি,শেখ জামিল,বিপুল মুখার্জী,কবির আহমদ,উত্তম কুমার গুপ্ত,মাসুদ মনোয়ার লাক্কু, মোঃ তানভীর হোসাইন,সুজন শর্মা,একেএম সাইফুল ইসলাম মো: মেহেদী হাসান খান প্রমুখ।