বাহুবল প্রতিনিধিঃ ২০২০-২১ অর্থ বছরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জাতীয় শুদ্ধাচার পুরস্কারের মাঠ পর্যায়ের উপজেলা সমুহ থেকে বাহুবল উপজেলা রিসোর্স সেন্টারের ডাটা এন্ট্রি অপারেটর রউফ মোমেন (মোহাম্মদ আবদুর রউফ) জাতীয় শুদ্ধাচার পুরস্কারের জন্য মনোনিত হয়েছেন।
গত ০৩ জুন (বৃহস্পতিবার) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মোঃ মিজানুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে তাকে এই পুরস্কারের জন্য মনোনিত করা হয়।
উলেখ্য, সরকারি কর্মচারীদের শুদ্ধাচার চর্চায় উৎসাহ প্রদানের লক্ষ্যে শুদ্ধাচার পুরস্কার প্রদান নীতিমালা, ২০১৭ অনুযায়ী মন্ত্রণালয়/বিভাগ/অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কর্মচারীদের নির্বাচিত করে থাকে জাতীয় কমিটি।
এ লক্ষ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন সংক্রান্ত নৈতিকতা কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক ২০২০-২১ অর্থ বছরের জন্য কর্মচারীগণকে বিভিন্ন ক্যাটাগরিতে মনোনিত করা হয়। মনোনিত কর্মচারীগণকে ২০২১-২১ অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতায় বরাদ্দকৃত অর্থ থেকে এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ ও একটি সনদ প্রদান করা হবে।