জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে শায়েস্তাগঞ্জ উপজেলার ৫ প্রতিষ্ঠানে জরিমানা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 26 July 2020
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে শায়েস্তাগঞ্জ উপজেলার ৫ প্রতিষ্ঠানে জরিমানা

Link Copied!

স্টাফ রিপোর্টার : জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভেজাল বিরোধী অভিযানে শায়েস্তাগঞ্জ উপজেলায় ৫ প্রতিষ্ঠান থেকে জরিমানা আদায় করা হয়েছে।

রবিবার (২৬ জুলা ) দুপুরে জেলা ভোক্তা অধিপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

 

ছবি: অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহার

 

এ সময় শায়েস্তাগঞ্জ উপজেলায় দাউদনগর বাজাওে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির অপরাধে সিরিয়া ফার্মেসীকে ৫ হাজার, দেশ ফার্মেসীকে ৬ হাজার, গাউছিয়া ফার্মেসীকে ১ হাজার, আমদানী কারকের সীল বিহীন বিদেশি কসমেটিকস বিক্রির জন্য রূপা কসমেটিকসকে ২ হাজার টাকা, ড্রাইভার বাজারের নাজমুল খাদ্য ভান্ডারকে চালের ৫০ কেজি চালের বস্তায় ৫’শ গ্রাম কম থাকায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সহায়তা করেন শায়েস্তাগঞ্জ থানার একদল পুলিশ।