জাতীয় পার্টি সারাদেশে এককভাবে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে : এম এ মুমিন চৌধুরী বুলবুল - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 24 August 2022
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় পার্টি সারাদেশে এককভাবে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে : এম এ মুমিন চৌধুরী বুলবুল

Link Copied!

জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য, হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক ও হবিগঞ্জ-৩ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী লায়ন প্রকৌশলী এম এ মুমিন চৌধুরী বুলবুল বলেন, দেশে এখন মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানসহ কোন ধর্মের মানুষ নিরাপদে নেই। সকল ধর্মের মানুষ এখন চরম ক্রান্তিকাল অতিক্রম করছে।

আজ আওয়ামী লীগের নিকট বিএনপি, আবার বিএনপির নিকট আওয়ামী লীগ কেউ কারো নিকট নিরাপদ নেই। একমাত্র জাতীয় পার্টি এদেশের মানুষকে নিরাপদ রাখতে পারে। তাই আমরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিটি গ্রামে-গঞ্জে ও পাড়া-মহল্লায় জাতীয় পার্টির দূর্গ গড়ে তুলতে হবে।  তাই আগামী সংসদ নির্বাচনে আমাদের এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিতে হবে।

গত সোমবার (২২ আগস্ট) বিকালে মোড়াকরি বাজারে মোড়াকরি ইউনিয়ন জাতীয় পার্টির কর্মী সম্মেলনে প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, দেশে এখন এক দলীয়ভাবে চলছে। জাতীয় পার্টি আওয়ামী লীগকে সরকার গঠনে সমর্থন দেয়া মানে চুরির স্বীকৃতি দেয়া নয়। আমরা দেশের এহেন পরিস্থিতিতে এককভাবে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছি।

দেশের মানুষ এখনো কোন স্বাধীনতার সূফল পায়নি। এরশাদ সরকারের ৯ বছরে আমলে দেশের মানুষ কিছুটা শান্তিতে থাকলেও পরবর্তী এবং পূর্ববতী সরকারের আমলে দেশের মানুষ তেমন একটা শান্তি পায়নি।  তাই আমরা আগামীতে ক্ষমতায় গেলে এরশাদ সরকারের আমলে ফিরে আনবো।

ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি পাতা মিয়ার সভাপতিত্বে সাধারণ সম্পাদক ডাঃ সামছুল হকের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম চৌধুরী, হবিগঞ্জ সদর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক কাজল আহমেদ, জাতীয় যুব সংহতির আহবায়ক লায়ন এডঃ শিবলী খায়ের, জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক তাজ উদ্দিন বাবুল, জাতীয় সৈনিক পার্টির সভাপতি তালেব আলী, লাখাই উপজেলা জাতীয় পার্টির আহবায়ক নোমান মোল্লা, জেলা জাতীয় পার্টির সদস্য মিলাদ হোসেন সুমন, শায়েস্তাগঞ্জ উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি মখলিছ মিয়া, লাখাই উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি জামাল মিয়া, সাধারণ সম্পাদক রিপন মিয়া, যুব সংহতি নেতা সুলতান মিয়া, তাজুল ইসলাম, শাহীন মিয়া প্রমুখ।

সভায় সর্বসম্মতিক্রমে পাতা মিয়াকে সভাপতি ও ডাঃ সামছুল হককে সাধারণ সম্পাদক ও করে মোড়াকরি ইউনিয়ন জাতীয় পার্টির ৫১ সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।