জি কে ইউসুফ : ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে ১০ নং লস্করপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার (১৮’ই আগস্ট) বিকালে হবিগঞ্জ সদর উপজেলার ১০নং লস্কর পুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় ইউ/পি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহবুবূর রহমান হিরুর পরিচালনায় অনুষ্টানটি পরিচালিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমানে আওমীলীগের এমপি, মন্ত্রী, নেতাদের সাথে ছবি তোলে কিছু দুস্কৃতিকারীরা বিভিন্ন মানুষের সাথে প্রতারণা করে আসছে তাদের ব্যাপারে সবাই কে সতর্ক থাকার জন্য আহবান করছি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ এম এ মোতালিব, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান সহ অসংখ্য নেতা কর্মী, উক্ত সভায় ১০নং লস্কর ইউ/পি আওয়ামী লীগের সভাপতি আলহাজ নুরুল হকের সভাপতিত্বে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।