জাতীয় শোক দিবস উপলক্ষ্যে চুনারুঘাটের গাজীপুর ৪৫০ জনকে দেয়া হয় ফ্রি চিকিৎসা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 19 August 2020
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে চুনারুঘাটের গাজীপুর ৪৫০ জনকে দেয়া হয় ফ্রি চিকিৎসা

অনলাইন এডিটর
August 19, 2020 7:21 pm
Link Copied!

ছবি: হাপ্টার হাওর নূর মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সেবাদান।

 

মোহাম্মদ হুমায়ূন, চুনারুঘাট : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নের প্রায় ৪৫০ জন অসহায় দরিদ্রকে ফ্রি চিকিৎসার ব্যবস্থা করা হয়।উক্ত ফ্রি চিকিৎসা সেবার একমাত্র আয়োজক ছিলেন চুনারুঘাট উপজেলা কৃষকলীগ, স্যাভলন কোম্পানি ও আগ্রহী এনজিও প্রতিনিধি।

ইউপির বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায় উছমানপুর, গনকিরপাড় চন্দ্র মল্লিকা উচ্চবিদ্যালয়, সাদ্দাম বাজার হাপ্টারহাওর নুর মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ অত্র এলাকার অসহায় দরিদ্রজনের মাঝে স্বাস্থ্য বিধিমেনে ফ্রি চিকিৎসা ও স্যাভলন মোবাইল হাসপাতালের মাধ্যমে ঔষধ প্রদান করা হয়।