এম.এ.রাজা : হবিগঞ্জ সদর উপজেলার পইল গ্রামে আজ ১৫ই আগস্ট শনিবার ৪ নং পইল ইউনিয়ন পরিষদ কর্তৃক জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।
পইল দেবপাড়াস্থ বৈঠকখানায় আয়োজিত সভায় পরিষদের সদস্যবৃন্দ, মহিলা সদস্যবৃন্দ, স্থানীয় আওয়ামি লীগ নেতৃবৃন্দ, মুরুব্বীয়ান ও গ্রাম পুলিশগন উপস্থিত ছিলেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মঈনুল হক আরিফ। ইউপি সচিব বেলায়েত হোসেন সেলিমের সভাপতিত্বে উক্ত সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের নানা দিক নিয়ে আলোচনা করা হয়।
আলোচনায় অংশগ্রহণ করেন হবিগঞ্জ সদর আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ মর্তুজ আলী, পইল ইউপি আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য শিবেন্দ্র চন্দ্র দেব শিবু, আব্দুল জলিল মিন্টু মেম্বার, মোস্তফা জামাল মেম্বার, নিরঞ্জন দাশ, আব্দুল মুমিন চৌধুরী সাদি ও শামসুল হক। আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ সাইদুর রহমান।
সভায় বক্তাগন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাঙ্গালী জাতির হৃদয় থেকে কখনো মুছে যাওয়ার নয়। ৫২ র ভাষা আন্দোলন থেকে শুরু করে ৭১ এর স্বাধীনতা অর্জন পর্যন্ত তার আত্মত্যাগ চিরকাল বাঙালির এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা হয়ে থাকবে। সভায় ৭৫ এর ১৫ আগস্ট শাহাদাৎ বরণকারী বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল করা হয়।
পরে দোয়া মাহফিল শেষে বৃক্ষ রোপন করা হয়।