জহুর চান বিবি মহিলা কলেজে উপবৃত্তি প্রার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 23 May 2021
আজকের সর্বশেষ সবখবর

জহুর চান বিবি মহিলা কলেজে উপবৃত্তি প্রার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ

Link Copied!

মুহিন শিপনঃ  শায়েস্তাগঞ্জের জহুর চান বিবি মহিলা কলেজে উপবৃত্তির আবেদনকারীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে।
জানা যায়, গত ২৪ মার্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় সমন্বিত উপবৃত্তি কর্মসূচির (HSP) মাধ্যমে ২০২১ সালের ষষ্ঠ, নবম ও ২০২০-২০২১ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীরা উপবৃত্তি কর্মসূচিতে অন্তর্ভুক্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।

পরবর্তীতে জহুর চান বিবি মহিলা কলেজ কতৃপক্ষ ২৯ মার্চ থেকে ফরম বিতরণ ও গ্রহন শুরু করে। এসময় ফরম বাবদ ২০ টাকা এবং আবেদন ফি’র নামে ১ শ ৫০ টাকা করে শিক্ষার্থীদের কাছ থেকে গ্রহন করা হয়। ইতোমধ্যে ১শ’ ৮ জন শিক্ষার্থীর আবেদন অনলাইনে উপজেলা শিক্ষা অফিসারের কাছে প্রেরণ করা হয়েছে।

ছবি : শায়েস্তাগঞ্জের জহুর চান বিবি কলেজ ফটকের ছবি

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন আবেদনকারী জানান, উপবৃত্তির আবেদনের জন্য ১৭০ টাকা করে দিয়েছি। এরমধ্যে ফরমের মূল্য ২০ টাকা,আর আবেদন ফি ১৫০ টাকা।

এ বিষয়ে জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন জানান, আমি তো কলেজে নতুন আসছি। বিগত বছরের ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত ছিলো এরকম, যেহেতু আমাদের কলেজে কম্পিউটার অপারেটর নাই তাই কাজ গুলা বাহির থেকে করাতে হয়। বাহিরে কাজ করানোর খরচ বাবদ এই টাকা নেওয়া হচ্ছে, অবশ্য এটা জানার পর আমি এটা বন্ধ করে দিয়েছি।

একই বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার মুজিবুর রহমান জানান, উপবৃত্তির আবেদনের খরচ বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার কোন সুযোগ নাই। কতৃপক্ষ কিভাবে কাজ করাবে এটা তাদের বিষয়।

শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিনহাজুল ইসলাম জানান, এই বিষয়ে আমি অবগত নই। খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহন করা হবে।